corona virus btn
corona virus btn
Loading

দয়া করে গঙ্গায় আর মৃতদেহের অস্থি ভাসাবেন না, আর্জি বিজেপি নেতার

দয়া করে গঙ্গায় আর মৃতদেহের অস্থি ভাসাবেন না, আর্জি বিজেপি নেতার
File

‘পালটাতে হবে আমাদের বিশ্বাসকে, বিবেচনা করতে হবে আমাদের ধর্মের নিয়মকানুনকে ৷

  • Share this:

#নয়াদিল্লি: ‘পালটাতে হবে আমাদের বিশ্বাসকে, বিবেচনা করতে হবে আমাদের ধর্মের নিয়মকানুনকে ৷ তবে বাঁচানো সম্ভব প্রকৃতিকে’ ৷ সম্প্রতি ‘নমামি গঙ্গা’ অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী সত্যপাল সিং গঙ্গা দূষণের ব্যাপারে এরূপই মন্তব্য করলেন ৷

কেন্দ্রীয় মন্ত্রী সত্যপাল সিং জানান, ‘যেভাবে দূষণ বাড়ছে, আমি সবার কাছে অনুরোধ করছি, গঙ্গায় মৃতদেহের অস্থি বিসর্জন বন্ধ করুন ৷ তার পরিবর্তে সেই অস্থি যদি মাটির নিচে পুঁতে দেওয়া হয়, তারওপর গাছ লাগানো হলে তা প্রকৃতির সহায়ক ৷ এতে ভবিষ্যত প্রজন্মের কাছেও নতুন দৃষ্টান্ত বজায় থাকবে ৷’

সত্যপাল সিং আরও বলেন, ‘শুধু সাধারণ মানুষ নয়, সমস্ত পুরোহিতের কাছেও আমার এই অনুরোধ ৷ এই বিষয়টির কথা একটু ভাবুন ৷ এর ফলে গঙ্গার শুদ্ধতা বজায় থাকবে ৷’

First published: December 20, 2017, 7:15 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर