#নয়াদিল্লি: ৫০০, ২০০০ টাকার নোটের পর গত সপ্তাহেই বাজারে এসেছে ৫০ ও ২০০ টাকার নোট ৷ ফের RBI নয়া নোট আনতে চলেছে বলে খবর ৷ শীঘ্রই বাজারে বহু প্রতীক্ষিত ১০০০ টাকার নোট চালু করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷
সূত্রের খবর, আগামী ডিসেম্বর থেকেই পাওয়া যাবে নয়া ডিজাইনের ১০০০ টাকার নোট ৷ সরকারের তরফ থেকে অনুমতি পাওয়ার পরই শুরু হয়ে গিয়েছে নতুন নোট ছাপার প্রস্তুতি ৷ সম্প্রতি এক ইংরেজি দৈনিকে প্রকাশিত খবরে অনুযায়ী, মহীশূর ও শালবনি সরকারি টাঁকশালে নয়া ১০০০ টাকার নোট ছাপা হবে ৷
২০০০ টাকার নোট খুচরো করাতে প্রতিনিয়ত সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। তার জন্যই এবার ছোট ছোট অঙ্কের নোট একে একে বাজারে আনছে RBI ৷ খুচরোর সমস্যা সমাধানের জন্য ইতিমধ্যেই ২০০ ও ৫০ টাকার নোট বাজারে আনা হয়েছে ।
জানা গিয়েছে, নয়া ১০০০-এর নোটে থাকবে উন্নত সিকিউরিটি ফিচার ৷ যাতে নোট জাল করা আটকানো যেতে পারে ৷
এর কয়েকদিন আগেই কেন্দ্রের তরফে জানানো হয়েছিল প্রত্যেক তিন থেকে চার বছর অন্তর বিশেষ সুরক্ষা চিহ্ন বদলের কথা ভাবা হচ্ছে ৷ ৮ নভেম্বর ২০১৬ সালে কালো টাকা দূর করতে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ঘোষণা করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কিন্তু নোট বাতিলের পরবর্তী সময়েও দেশ থেকে জাল নোটের অস্তিত্ব মুছে ফেলা সম্ভব হয়নি।
গত কয়েক মাসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করা হয়েছে ৷ নোটগুলি এত নিখুঁতভাবে জাল করা হয়েছে যে সাধারণ মানুষের পক্ষে তা যাচাই করা প্রায় অসম্ভব ৷ সীমান্ত ধরে ভিনদেশ থেকে ভারতে নোট পাচার হওয়ারও অভিযোগ উঠেছে। জাল নোট রুখতেই নিরাপত্তা বৈশিষ্ট্যে পরিবর্তন আনার কথা ভাবা হয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 1000 rupee note, 1000 Rupee Note to be Reintroduced, New Note, RBI, Reserve Bank of India