হোম /খবর /দেশ /
অমৃত ভারত প্রকল্পের তালিকায় নাম বর্ধমানের, ভোল বদলানোর আশায় যাত্রীরা

Burdwan: অমৃত ভারত প্রকল্পের তালিকায় নাম বর্ধমানের, ভোল বদলানোর আশায় যাত্রীরা

ভোল বদলাবে বর্ধমান স্টেশনের৷

ভোল বদলাবে বর্ধমান স্টেশনের৷

শরদিন্দু ঘোষ

  • Share this:

বর্ধমান: আধুনিক হবে বর্ধমান স্টেশন। প্রয়োজনে সরানো হবে অপ্রয়োজনীয় নির্মাণ। লাগানো হবে বাহারি আলো। বাড়বে সবুজ। গড়ে উঠবে উন্নত পার্কিং ব্যবস্থা। রাজ্যের ৯৪টি স্টেশনের মধ্যে অমৃত ভারত প্রকল্পের তালিকায় রয়েছে বর্ধমান রেল স্টেশন। তাতেই এই স্টেশনের ভোল বদলের সম্ভাবনা দেখা দিয়েছে।

রেল লাইন সম্প্রসারণের জন্য এমনিতেই  বর্ধমান রেল স্টেশনের প্রাচীন বিল্ডিং ভেঙে ফেলার পরিকল্পনা রয়েছে। নতুন বিল্ডিং তৈরির পাশাপাশি সৌন্দর্যায়নের নানান পরিকল্পনা রয়েছে অমৃত ভারত প্রকল্পে। এই প্রকল্পে বলা হয়েছে, শুধু যে স্টেশনের ভেতরের চেহারা বদলাবে তাই নয়, যোগাযোগ ব্যবস্হা আরও সহজ করতে প্রয়োজনে স্টেশনে ঢোকার রাস্তায়  উড়ালপুল তৈরি করা হবে।ধাপে ধাপে আধুনিকীকরণের কাজ হবে। স্টেশনের মধ্যে থাকবে পার্কিং-এর ব্যবস্থা। অপ্রয়োজনীয় ভবন সরিয়ে ফেলা হবে। পর্যাপ্ত আলো লাগানো হবে। স্টেশন চত্বরে লাগানো হবে গাছ।

আরও পড়ুন: বাবার মৃত্যুর পরই ভাগ্যবদল! পর পর বাঁধল লটারি, শেষে কোটিপতি ছেলে

রেলের এক আধিকারিক জানান, প্রয়োজনীয়তা অনুযায়ী সংস্কার হবে। যাত্রীদের সুবিধার উপর সবচেয়ে বেশি যোগ দেওয়া হবে। স্থানীয় উৎপাদনের বাজারও যাতে রেলের স্টেশন ঘিরে তৈরি হতে পারে সে দিকেও নজর রয়েছে রেলের।

আরও পড়ুন: সময় কাটালেন বৃদ্ধাশ্রমে, যে কোনও প্রয়োজনে বর্ধমানের পাশে থাকার বার্তা দিলেন সোনু সুদ

এ ছাড়া এই প্রকল্পে স্টেশনে থাকা বিভিন্ন শ্রেণির যাত্রী প্রতীক্ষালয়গুলিকে মিলিয়ে দিয়ে অত্যাধুনিকভাবে গড়ে তোলা হবে। সেখানে নানা সুযোগ সুবিধাও থাকবে। প্রতীক্ষালয়ে উন্নত মানের ক্যাফেটেরিয়া ও খুচরো পণ্যের দোকান থাকবে। তালিকাভুক্ত স্টেশনগুলিতে প্ল্যাটফর্ম উঁচু করা হবে। ৭৬০ থেকে ৮১০ মিলিমিটার উঁচু প্লাটফর্ম তৈরির পরিকল্পনা রয়েছে। এ ছাড়াও এই প্রকল্পের আওতায় থাকা স্টেশনমুখী রাস্তাগুলিকে চওড়া করার পাশাপাশি রাস্তার ধারে থাকা অবৈধ নির্মাণ সরিয়ে ফেলা হবে।

বর্ধমান রেলস্টেশনে ঢোকার রাস্তায় নানান সমস্যা রয়েছে। মূল প্রবেশপথে ঢোকার  মুখে রেল ওভার ব্রিজের তলার অংশ সংস্কারের প্রয়োজন রয়েছে, একইভাবে বেহাল হয়ে রয়েছে গুডস শেড রোড। যাত্রী প্রতীক্ষালয় সংস্কার করা হলেও তা এখনও অত্যাধুনিক মানে পৌঁছয়নি। স্টেশনের সব প্লাটফর্মে পর্যাপ্ত পরিশ্রুত পানীয় জলের ঘাটতি রয়েছে। ঘাটতি রয়েছে শৌচাগারেরও। এই প্রকল্পে সেই সব কাজ অগ্রাধিকার পাবে বলে আশা করছেন যাত্রীরা।

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Burdwan, Purba bardhaman