#আমেদাবাদ: গুজরাটের পণ্ডিত দীনদয়াল পেট্রোলিয়াম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অতিথি হিসেবে পদার্পণ করে করোনা পরিস্থিতি নিয়ে মতপ্রকাশ করলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। তাঁর কথায়, করোনার বিরুদ্ধে লড়াইয়ে এই মুহূর্তে ভারত স্থিতিশীল জায়গায় রয়েছে। তবে সতর্কতার বার্তাও শোনা গেল তাঁর মুখে। তিনি স্পষ্টই বললেন এই পরিস্থিতিতে গা ছাড়া মনোভাব দেখালে বিপদ আরও বাড়বে। সরকারের আর্থিক পদক্ষেপগুলির ভূয়সী প্রশংসা করে মুকেশ আম্বানি বলেন,অদূর ভবিষ্যতে ভারতীয় অর্থনীতি চাঙ্গা হয়ে উঠতে পারে এই পদক্ষেপগুলির সৌজন্যে।
এ দিন নরেন্দ্র মোদির আত্মনির্ভর ভিশনের দৃষ্টান্ত তুলে ধরেন মুকেশ আম্বানি। তিনি বলেন, গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার সময় থেকেই এই প্রকল্পটির বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছিলেন নরেন্দ্র মোদি। এনার্জি, এনার্জি এডুকেশান, গবেষণা, উদ্ভাবন, সমস্ত বিষয়েই ভারত আত্মনির্ভর হয়ে উঠেছে সেই চিন্তাশক্তির কারণেই।
পাশাপাশি পণ্ডিত দীনদয়াল পেট্রোলিয়ামং বিশ্ববিদ্যালয়ের প্রশংসা করে তিনি বলেন, মাত্র ১৪ বছের অটল র্যাঙ্কিংয়ে ভারতে প্রথম ২৫ এ জায়গা করে নিয়েছে এই ইন্সটিটিউশন। এই বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো, এবং ফ্যাকাল্টি (শিক্ষক প্রতিনিধি)-রও প্রশংসা করেন মুকেশ আম্বানি।
একই সঙ্গে ভাবী গবেষকদের জন্যে রইল তাঁর প্রশ্ন, অদূর ভবিষ্যতে অর্থনীতিতে গতি সঞ্চার করতে আমরা কি এমন কোনও শক্তি উৎপাদন করতে পারি যা পরিবেশের ক্ষতি করবে না, আবার দেশকে সব দিক থেকে একটি সুপার পাওয়ারে পরিণত করবে?
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mukesh Ambani, Pandit Deendayal Petroleum University, Reliance Industries