#মুম্বই: লকডাউনের জেরে প্রবল আর্থিক কষ্টের সম্মুখীন হওয়া কয়েক কোটি ভারতবাসীর পাশে দাঁড়াল রিলায়েন্স ফাউন্ডেশন৷ রিলায়েন্সের মিশন অন্ন সেবা-র আওতায় দেশের ৩ কোটি গরিব মানুষের পেটের জ্বালা জুড়বে৷ বিশ্বের কোনও কর্পোরেট ফাউন্ডেশন এত বড় মাপের উদ্যোগ এখনও পর্যন্ত নেয়নি৷ দেশের গরিব মানুষ যাতে পেট ভরে খেতে পায়, তার জন্যই এত বড় উদ্যোগ নিল রিলায়েন্স ফাউন্ডেশন৷
"I worked as a house maid, my husband as a daily wager. Due to the #lockdown, we've been unemployed for 20 days. We're a family of 4 and it has been difficult to get ration.“- Lakshmi, Vizag.#RF is helping families like Lakshmi's with dry ration kits.#CoronaHaaregaIndiaJeetega pic.twitter.com/TEFRzyibJ0
— Reliance Foundation (@ril_foundation) April 17, 2020
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সমাজসেবামূলক কাজের যাবতীয় দায়িত্বে রয়েছে রিলায়েন্স ফাউন্ডেশন৷ ইতিমধ্যেই মিশন অন্ন সেবা প্রকল্পের আওতায় দেশের ১৬টি রাজ্য ও একটি কেন্দ্র শাসিত অঞ্চলে ৬৮টি জেলায় ২ কোটি মিল দিয়েছে রিলায়েন্স ফাউন্ডেশন৷
রিলায়েন্স ফাউন্ডেশনেক চেয়ারপার্সন ও কর্ণধার নীতা আম্বানির কথায়, 'COVID-19 বিশ্ব, ভারত ও মানবতার কাছে একটি অভূতপূর্ব মহামারী৷ যেহেতু ভারতে লডাউনের মেয়াদ বাড়ছে, আমাদের মন বলল, যাঁরা দিন মজুর, প্রতিদিন রোজগার, তাঁদের খাবারের ব্যবস্থা করতে হবে৷ তাঁরাও আমাদের পরিবারের সদস্য৷ আমাদের ভারত পরিবার৷ তাই রিলায়েন্স ফাউন্ডেশন মিশন অন্নসেবা চালু করেছে৷ আমাদের সংস্কৃতিতেই বলা হয়, অন্নদান হল মহাদান৷ উপনিষদে বলা আছে, খাদ্য নিজেই ব্রহ্ম৷ মিশন অন্নসেবার মাধ্যমে ৩ কোটির বেশি মিল দেওয়া হবে৷ বিশ্বের কোনও কর্পোরেট ফাউন্ডেশনের উদ্যোগে নেওয়া সবচেয়ে বড় খাদ্য বিলি প্রকল্প৷'
মুম্বই, সিলভাসা, বরোদা, পাতালগঙ্গা, হাজিরা, ঝাজ্জর, শাহদল, জামনগর, দাহেজ, নাগোথানে, গাড়িমোগা ও হোশিয়ারপুরে রিলায়েন্সের কর্মী স্বেচ্ছাসেবকরা গরিব পরিবারকে বিনামূল্যে খাবার দিচ্ছে৷ পশ্চিমবঙ্গ, কেরল ও ওডিশায় রিলায়েন্সের পেট্রোল স্টেশনগুলিতে ট্রাক ড্রাইভারদের বিনামূল্যে খাবার বিলি করছেন৷
এছাড়াও আরও ৭০টি এমন সংস্থা, যারা বিনামূল্যে খাদ্য সামগ্রী বিলি করছে, রিলায়েন্স ফাউন্ডেশন সেই সংস্থাগুলিকেও ত্রাণ সামগ্রী ও খাবার দিচ্ছে৷ করোনার জন্য গঠিত বিভিন্ন ত্রাণ তহবিলে ইতিমধ্যেই ৫৩৫ কোটি টাকা দিয়েছে রিলায়েন্স৷ এর মধ্যে প্রধানমন্ত্রী ত্রাণতহবিলে ৫০০ কোটি টাকা দিয়েছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।