#কলকাতা: কী ঘটছে সকাল থেকে খবরের দুনিয়ায়? এক নজরে দেখে নিন এই মুহূর্তের সেরা ৫ খবর ৷ লিঙ্কে ক্লিক করে পুরো খবরটা জেনে নিন ৷
১) করোনা ভাইরাসের জেরে গোটা বিশ্বে অনিশ্চিয়তার একটি পরিবেশ সৃষ্টি হয়েছে ৷ একদিকে বেশ কিছু দেশে এই মহামারী থেকে যেখানে আস্তে আস্তে রিকভার করছে সেখানে অন্যদিকে বেশি কিছু দেশের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক ৷ তার মধ্যে সম্প্রতি জানা গিয়েছে, করোনার যে যে লক্ষণ এখনও পর্যন্ত জানা ছিল তার মধ্যে আরও একটি যুক্ত হয়েছে ৷ Full Story
২) যে এন-৯৫ মাস্ককে করোনা আটকানোর অন্যতম অস্ত্র বলে মনে করা হচ্ছিল এতদিন, তাতেই ছড়িয়ে রয়েছে সংক্রমণের বিপদ৷ তবে সব এন-৯৫ মাস্ক নয়, যে মাস্কগুলিতে ভালভ রেসপিরেটর লাগানো থাকে, সেগুলিতেই এমন ঝুঁকি রয়েছে বলে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি লিখে সতর্ক করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক৷ Full Story...
৩) ২১ জুলাই আর ধর্মতলা। গত কয়েক বছর ধরে এই দুটি সমার্থক হয়ে গিয়েছে। যদিও করোনা আবহে সেই অবস্থার বদল হয়েছে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় রাজনৈতিক সমাবেশ ঘিরে যে উদ্দীপনা লক্ষ্য করতে পারা যায় ধর্মতলায় এদিন তার কিছুই ধরা পড়ল না।Full Story...
৪) কঙ্গনা একেবারে যুদ্ধ দেহি অবতারে ৷ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বলিউডে নেপোটিজম বিতর্ককে নিয়ে যেভাবে একা হাতে লড়ে যাচ্ছেন কঙ্গনা, তা দেখে বহু মানুষ যেমন খুশিও হচ্ছেন, তেমনি বলিউডে নিজের শত্রুতা বাড়িয়ে তুলেছেন কঙ্গনা ৷ Full Story...
৫) কারণ খুঁজছে সবাই । কেন এমন তরতাজা প্রতিভাময় এক প্রাণকে এ ভাবে বিদায় নিতে হল পৃথিবী থেকে? সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর এক মাস পরেও থামছে না সেই তরজা । উঠে আসছে অনেকগুলো কারণ৷ বলিউডের হৃদয়হীনতা, নেপোটিজমের বাড়বাড়ন্ত, এলিট ক্লাসের উন্নাসিকতা এসব তো আছেই । তবে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে মানসিক স্বাস্থ্য নিয়ে । Full Story...
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Best Of Five, Day News