#নয়াদিল্লি: তিন তালাক দিলেই জেল। এরকম আইন যদি আগে হত তা হলে অনেকের জীবনেই হয়ত তিন তালাকের অন্ধকার নেমে আসত না। আক্ষেপ বহু মুসলিম মহিলার।
তালাক...তালাক...তালাক...। এই তিনটি শব্দ এক নিমেশে জীবনটা পালটে দিয়েছিল ডোমকলের বিলকিস খাতুনের। বিয়ে হয়েছিল গ্রামেরই রাহুল শেখের সঙ্গে। শুরুতে সব কিছু ঠিকঠাক। তারপরই হঠাৎই স্বামীর আরেকটি বিয়ে। তারপর তিন তালাক। এখন বাবার বাড়িতে ছেলেমেয়েকে নিয়ে কোনও রকমে সংসার চলছে।
মোদি সরকার তিন তালাক বিরোধী বিল সংসদের দুই কক্ষে পাস করিয়ে নিয়েছে। এবার তৈরি হবে নতুন আইন। যাতে কোনও মুসলিম স্বামী তাৎক্ষণিক তিন তালাক দিলে তাঁর তিন বছর পর্যন্ত জেল হতে পারে। বিলকিসের আক্ষেপ, এই আইন যদি আগেই হত....
বিলকিসের মতোই অবস্থা ডোমকলেরই জীবননেশা বিবিরও। স্বামী তিন তালাক দেওয়ায় তাঁকে বাবার কাছেই ফিরে আসতে হয়েছে। লোকের বাড়ি কাজ করে পেট চলে। তাঁরও এখন মনে হচ্ছে, তিন তালাক দিলে জেল হবে, এমন আইন যদি আগে হত, তা হলে হয়ত তাঁর জীবনে এভাবে অন্ধকার নেমে আসত না।
স্বামী তিন তালাক দেওয়ায় এ ভাবে বহু মহিলার জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তাঁদের পাশে দাঁড়ায় রোকেয়া নারী উন্নয়ন সমিতি। সমিতির সম্পাদক কিন্তু তিন তালাক বিরোধী বিল নিয়ে প্রশ্ন তুলেছেন। তিন তালাক বিরোধী বিল নিয়ে এরকমই মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ যেমন প্রশ্ন তুলছেন, তেমন অনেকে একে স্বাগতও জানাচ্ছেন।