Home /News /national /
বাজারে আসতে চলেছে নতুন ৫ ও ১০ টাকার কয়েন !

বাজারে আসতে চলেছে নতুন ৫ ও ১০ টাকার কয়েন !

খুব শীঘ্রই নতুন ৫ ও ১০ টাকার কয়েন চালু করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷

  • Share this:

    #নয়াদিল্লি: ৫০০, ২০০০ টাকার নোটের পর এবার নতুন ৫ ও ১০ টাকার কয়েনের পালা ৷ খুব শীঘ্রই নতুন ৫ ও ১০ টাকার কয়েন চালু করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ সূত্রের খবর, ন্যাশনাল আর্কাইভ অফ ইন্ডিয়ার ১২৫ বছর উপলক্ষে ১০ টাকার কয়েন আনতে চলেছে আরবিআই ৷ জানানো হয়েছে নতুন ১০ টাকার পিছন দিকে ন্যাশনাল আর্কাইভ বিল্ডিংয়ের ছবি থাকবে। ছবির নীচে ১২৫ বছর লেখা থাকবে ৷ কয়েনের উপর ও নীচে ইংরাজিতে ১৮৯১ ও ২০১৬ লেখা থাকবে ৷ ছবির বাঁ ও ডান দিকে ১৯১৬ ও ও ২০১৬  ইন্টারন্যাশনাল নিউমেরালে লেখা থাকবে ৷ তবে পুরনো কয়েন বাতিল করা হবে না ৷ সেই কয়েনগুলিও বৈধ থাকবে ৷ নতুন কয়েনের পাশাপাশি পুরনো কয়েনও বাজারে চলবে ৷ পাঁচটার নতুন কয়েনের সামনের দিকে এলাহাবাদ হাইকোর্ট বিল্ডিংয়ের ছবি থাকবে ৷ ছবির নীচে ১৮৬৬ ও ২০১৬ ইংরেজিতে লেখা থাকবে ৷ আরবিআইয়ের তরফে একটি বিবৃতিতে এমনটা জানানো হয়েছে ৷ এর আগে ২০০ টাকার নোট বাজারে চালু করার পরিকল্পনা করা হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের তরফে ৷ ২০০০ টাকার নোট খুচরো করাতে প্রতিনিয়ত সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। নতুন ১০০০ টাকার নোট নিয়ে জল্পনা দেখা দিলেও সম্প্রতি কেন্দ্রের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এখনই বাজারে আসছে না ১০০০ টাকার নোট ৷

    First published:

    Tags: Bengali News, New 10 Rupees coin, New 5 rupees coin, RBI, RBI to issue new Rs. 5 and Rs. 10 coins, Reserve Bank of India

    পরবর্তী খবর