corona virus btn
corona virus btn
Loading

ঘাপটি মেরে ছিল বাঘ,পর্যটক দেখে উঠল লাফিয়ে,বাঘের মুখে পড়লেন সকলে!হাড় হিম করা ভিডিও

ঘাপটি মেরে ছিল বাঘ,পর্যটক দেখে উঠল লাফিয়ে,বাঘের মুখে পড়লেন সকলে!হাড় হিম করা ভিডিও
Representative Image
  • Share this:

#জয়পুর: জঙ্গলে দর্শনে নিয়ে বিপদের মুখে পড়ল পর্যটক দল৷ রাজস্থানের বিখ্যাত রণথম্ভরের জাতীয় উদ্যানে বাঘের মুখে পড়ল পর্যটক দল৷ অনেকেই বাঘ দেখতে জঙ্গলে বেড়াতে যান, কিন্তু এই দর্শন যে একেবারে হাড় হিম করা হবে, ভাবতেও পারননি কেউ৷ বাঘ দেখে প্রথমে কিছুটা উৎসাহিত হয়েও পরে মারাত্মক ভয় পেলেন জঙ্গলে উপস্থিত সকলে৷ বাঘটির গতিবিধিও বেশ সাঙ্ঘাতিক৷

আরও পড়ুন জল খেতে এসেছিল হরিণ, নিমেষে গোটা ছিঁড়ে খেল মস্ত অজগর! ভিডিও সুপার ভাইরাল

জঙ্গলের মধ্যে এক্কেবারে ঘাপটি মেরে বসেছিল সে৷ পর্যটক দেখেই উঠল লাফিয়ে৷ তারপর পর্যটকদের ধাওয়া করল বাঘ৷ প্রাণ হাতে করে তখন জঙ্গল সাওয়ারি হলেন পর্যটকরা৷ কী হবে, কী হবে না, ভেবেই কুল কিনারা পাচ্ছিলেন না তারা৷ ঈশ্বরকে স্মরণ করা ছাড়া আর কোনও উপায় থাকল না তাদের৷ ১৯ সেকেন্ডের এই ভিডিও দেখে গায়ে কাঁটা দেবে৷

ভিডিওটিতে দেখা যাবে যে রণথম্ভরের জাতীয় উদ্যানে জিপ নিয়ে গিয়েছিলেন পর্যটকরা৷ জিপ চলছিল৷ হঠাৎ দেখা গেল সেই জিপ গাড়িটি দেখে তেরে এল বাঘ৷ বাঘটি ক্রমাগত গাড়িটি ধাওয়া করতে থাকে৷ এমনভাবে চলে কিছুক্ষণ৷ তারপর যদিও ধীরে ধীরে অন্যপথে চলে যায় বাঘটি৷ হাঁফ ছেড়ে বাঁচেন পর্যটকরা৷ ভিডিওটি আপাতত ভীষণভাবেই ভাইরাল হয়েছে৷

First published: December 3, 2019, 5:43 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर