• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • কলেজের ছুটিতে প্রথমবার জামশেদপুর গিয়েছিলেন রতন টাটা ! ছবি শেয়ার করে জানালেন অভিজ্ঞতা

কলেজের ছুটিতে প্রথমবার জামশেদপুর গিয়েছিলেন রতন টাটা ! ছবি শেয়ার করে জানালেন অভিজ্ঞতা

photo source Instagram

photo source Instagram

কলেজে ছুটি শুরু হওয়ায়, তিনি দেশে আসেন ছুটি কাটাতে। সে সময় তিনি প্রথমবার জামশেদপুরের যান।

 • Share this:

  #নয়া দিল্লি: সালটা ১৯৫৫। সে সময় নিউ ইর্য়কের রিভারডেল কান্ট্রি স্কুল থেকে গ্র্যাজুয়েশন  করছেন রতন টাটা। এরপর ১৯৫৯ সালে কর্নেল ইউনিভার্সিটি থেকে তিনি আর্কিটেকচারের ডিগ্রি লাভ করেন। রতন টাটা বর্তমানে টাটা গ্রুপের কর্ণধার। শুধু ব্যবসা নয় কর্মীদের সব রকম সুবিধের দিকে নজর থাকে তাঁর। এমনকি কাশ্মীরের বেকার যুবকদের নিয়ে এসে কোর্স করিয়ে তিনি চাকরি দিয়েছেন নিজের কোম্পানিতে। রতন টাটা একজন পশুপ্রেমিও। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রতন টাটা মাঝে মধ্যে ছবি ও লেখা শেয়ার করেন। কয়েক দিন আগে 'কেরলের হাতি হত্যা' নিয়ে তিনি একটি পোস্ট করেছিলেন ইনস্টাতে। জাস্টিস চেয়েছিলেন তিনি। Peta India তাঁকে চিঠি দিয়ে ধন্যবাদও জানিয়ে ছিল।

  নিজের ইনস্টাগ্রামে কলেজের দিনের ছবি পোস্ট করলেন টাটা। তিনি সে সময় নিউ ইর্য়কে পড়াশুনো করছেন। কলেজে ছুটি শুরু হওয়ায়, তিনি দেশে আসেন ছুটি কাটাতে। সে সময় তিনি প্রথমবার জামশেদপুরের যান। নিজের চোখে দেখেন সব কিছু। রতন টাটা ছবি পোস্ট করে লেখেন, " আমার মনে পড়ছে, এটাই প্রথমবার যখন আমি জামশেদপুরে যাই। আমার কলেজের ছুটি ছিল। মিস্টার আর ডি দা কোস্টা ও মিস্টার জে ডি চোকসি আমাকে টেলকো প্ল্যান্ট দেখতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। টাটা স্টিলের জন্য কাজ শুরু করার অনেক আগে ছিল এই ট্রিপ। যা আমার কাছে চীরস্মরণীয় হয়ে থাকবে।" এই পোস্ট মুহূর্তে ভাইরাল হয়।

  Published by:Piya Banerjee
  First published: