
ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।

মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। অনেক দিন ধরেই বন্ধুরা মিলে একটা হুল্লোড়ের পরিকল্পনা করছেন, কিন্তু সেটা বাস্তবায়িত হচ্ছে না। উদ্যোগ আপনাকেই নিতে হবে। মাথায় রাখুন- জীবনের এরকম আরও অনেক পদে প্রথম পদক্ষেপ আপনাকেই করতে হবে।

বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। অবশেষে ভাগ্য আপনার সহায় হয়েছে, পরিশ্রমের সুফল পেতে চলেছেন। তা বলে পরিশ্রম করা বন্ধ করা দেবেন না, ওটাই কিন্তু সাফল্যের আসল কথা!

মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। ভবিষ্যতের বড় কোনও দায়িত্ব কাঁধে নেওয়ার জন্য তৈরি হন, আতঙ্কিত হবেন না, সেটা পালন করার ক্ষমতা আপনার পুরোদমেই আছে! শুধু নিজেকে তুচ্ছতাচ্ছিল্য করা বন্ধ করুন!

কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। একঘেয়ে কাজগুলো আপনার জমিয়ে রাখার একটা প্রবণতা আছে, সেটা বন্ধ করুন। আজ সেই সব জমে থাকা কাজ মিটিয়ে ফেলার সব চেয়ে ভালো দিন!

সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগস্ট ২২। সাফল্য নিয়ে আপনার যাবতীয় খটকা দূর হতে চলেছে, কেটে যেতে চলেছে কর্মক্ষেত্রে একঘেয়েমি- সোনালি সৌভাগ্য রয়েছে আপনার অপেক্ষায়। শুধু আত্মবিশ্বাস হারাবেন না!

কন্যা (Virgo): অগস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। ভাগ্য আজ আপনার সহায়, তায় দিনটিও হতে চলেছে প্রাণশক্তিতে ভরপুর। অতএব সবার সঙ্গে যোগাযোগ রাখুন, যে কাজে হাত দিতে চলেছেন, তা সফল হবেই!

তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। আজ সব দিক থেকেই গ্রহ-নক্ষত্রেরা আপনার সৃজনশীল প্রতিভার উন্মেষের সহায়ক হবে। তাই যদি অনেক দিন ধরে কোনও কাজ শুরু করার পরিকল্পনা থাকে, আজ তাতে হাত দিতে পারেন।

বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। বেশ কিছু দিন হয়ে গেল আপনি আপনার জীবনযাত্রার ধাঁচ বদলাতে চাইছেন, কিন্তু সাহস পাচ্ছেন না। আজ সাহস জুটিয়ে এই নিয়ে সবার সঙ্গে স্পষ্ট কথা বলুন- দেখবেন, সবাই আপনার ভালোই চাইছেন!

ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। পরিবার এবং কর্মক্ষেত্র- দুই দিক থেকেই দিনটি ঝলমলে হতে চলেছে। তাই ভারসাম্য বজায় রেখে সাফল্য উপভোগ করুন, কোনও দিককেই অবহেলা করবেন না।

মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। নিজস্বতা এবং কঠোর পরিশ্রমের ক্ষমতা আপনাকে কাঙ্ক্ষিত আর্থিক সাফল্য এনে দেবে। তাই আর্থিক সমস্যায় ভেঙে পড়বেন না। যা করা দরকার, সেটা করে যান, সাফল্য আপনার দোরে এসে ধরা দেবে।

কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। প্রিয়জনের ভালোবাসায় দিনটি সমৃদ্ধ হতে চলেছে, তাই সেটা উপভোগ করুন। মনে রাখবেন, সুসময় দীর্ঘস্থায়ী হয় না। তাই সময় থাকতে থাকতে তার সদ্ব্যবহার করুন।

মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। আপনি খাটতে পিছ-পা হন না, কিন্তু আজ প্রিয়জনদের দাবির মুখে নাজেহাল হয়ে পড়ার সম্ভাবনা আছে। এবার থেকে একটু ভেবে পদক্ষেপ করুন, তাহলেই অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।