হোম /খবর /দেশ /
বিরলতম অস্ত্রোপচার, তেলঙ্গানার চিকিৎসক মহিলার শরীর থেকে বার করলেন ৮ কেজির টিউমার

Health News: বিরলতম অস্ত্রোপচার, তেলঙ্গানার চিকিৎসক মহিলার শরীর থেকে বার করলেন ৮ কেজির টিউমার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

Health News: দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন সূর্যপত জেলার বাসিন্দা পোনিবইনা শ্রীনিবাসের স্ত্রী শশীরেখা৷

  • Share this:

তেলঙ্গানা: বহু বছর ধরে পেটের অসহ্য যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন তিনি৷ কিছুতেই সারছিল না অসুস্থতা৷ কিন্তু সেই সমস্যার স্থায়ী সমাধান করলেন তেলঙ্গানার এক চিকিৎসক৷ সে রাজ্যের বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করে আট কেজিট টিউমার সরিয়ে দিলেন তিনি৷ ফলে স্থায়ী ভাবে ব্যথা ও অন্য রোগের হাত থেকে রক্ষা পেলেন ওই মহিলা৷

দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন সূর্যপত জেলার বাসিন্দা পোনিবইনা শ্রীনিবাসের স্ত্রী শশীরেখা৷ তিনি সেই ব্যথা নিয়েই চিকিৎসকদের দোরে-দোরে ঘুরেছে দীর্ঘদিন৷ কিন্তু তাতে লাভ হয়নি৷ ব্যথায় ব্যথায় জর্জরিত হয়ে শেষে তিনি গিয়েছিলেন বর্তমান বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের কাছে৷ সেই চিকিৎসক পুরো পরিস্থিতি বিচার করে, একাধিক পরীক্ষার পর জানিয়েছিলেন, পেটে একটি বড় টিউমার রয়েছে তাঁর৷ সেটিকে অস্ত্রোপচার করে সরাতে হবে৷

আরও পড়ুন: সামনেই মন্ত্রিসভার বৈঠক, আবারও বাড়বে ডিএ? হাতে কত টাকা আসবে, হিসেবটা বুঝে নিন

আরও পড়ুন: দারুণ খবর! ভারতের ৯ জায়গায় মিলল সোনার খনির খোঁজ, জেনে নিন কোথায় এই সুবর্ণ ভাণ্ডার..

তার পর বিস্তারিত সমস্ত ব্যবস্থা গ্রহণ করে ও শশীরেখা ও তাঁর পরিবারের থেকে সমস্তরকম অনুমতি নিয়ে চিকিৎসক অস্ত্রোপচারের দিন ধার্য করে ফেলেন৷ ঘণ্টার পর ঘণ্টা ধরে চলা এই অস্ত্রোপচারে জটিলতাও ছিল তীব্র৷ যদিও শেষ পর্যন্ত চিকিৎসক ৭ থেকে ৮ কেজির সেই টিউমারটিকে শরীর থেকে বিচ্ছিন্ন করেন সফলভাবে৷ ফলে এ যাত্রায় কার্যত প্রাণে বেঁচে গেলেন ওই মহিলা৷

Published by:Uddalak B
First published:

Tags: Health News