• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • চোখের সামনে স্বপ্নের হিরো, সেলফি তুলতে জীবন বাজি রাখলেন এই তরুণী

চোখের সামনে স্বপ্নের হিরো, সেলফি তুলতে জীবন বাজি রাখলেন এই তরুণী

 দিনের ব্যস্ত সময়ে রাঁচির রাস্তা দিয়ে প্রবল গতিতে ছুটছে একটি হামার গাড়ি ৷ পিছনেই হামারের গতির সঙ্গে প্রাণপণে পাল্লা দেওয়ার চেষ্টায় ধাওয়া করছে একটি স্কুটি ৷

দিনের ব্যস্ত সময়ে রাঁচির রাস্তা দিয়ে প্রবল গতিতে ছুটছে একটি হামার গাড়ি ৷ পিছনেই হামারের গতির সঙ্গে প্রাণপণে পাল্লা দেওয়ার চেষ্টায় ধাওয়া করছে একটি স্কুটি ৷

দিনের ব্যস্ত সময়ে রাঁচির রাস্তা দিয়ে প্রবল গতিতে ছুটছে একটি হামার গাড়ি ৷ পিছনেই হামারের গতির সঙ্গে প্রাণপণে পাল্লা দেওয়ার চেষ্টায় ধাওয়া করছে একটি স্কুটি ৷

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #রাঁচি: দিনের ব্যস্ত সময়ে রাঁচির রাস্তা দিয়ে প্রবল গতিতে ছুটছে একটি হামার গাড়ি ৷ পিছনেই হামারের গতির সঙ্গে প্রাণপণে পাল্লা দেওয়ার চেষ্টায় ধাওয়া করছে একটি স্কুটি ৷ গত ২৬ অক্টোবর এমনই দৃশ্যের সাক্ষী রইল পথচারীরা ৷ না,চোর-পুলিশে খেলা নয় ৷ প্রিয় নায়কের পিছু নিয়েছে এক নাছোড় ভক্ত ৷

  সামনে প্রিয় নায়ক ৷ আগুপিছু না ভেবে ক্ষণিকের ছোঁয়া ও সেলফির নেশায় জীবন বাজি রেখে স্কুটি ছোটালেন আরাধ্যা ৷ মাহির হামারের সঙ্গে স্কুটি নিয়ে পাল্লা দিলেন আরাধ্যা ৷ উদ্দেশ্য, প্রিয় ভারতীয় ক্রিকেটারের সঙ্গে একটি সেলফি ৷

  ওই একটা কথা আছে না, মনপ্রাণ দিয়ে কোনও কিছু চাইলে তা অবশ্যই পাওয়া যায় ৷ আরাধ্যার ক্ষেত্রেও সেটাই সত্যি হল ৷ জীবন বাজি রেখে এই দৌড় সফল হয় ৷

  কোনও পাইলট কার ছাড়াই প্রিয় হামারে চেপে রাঁচির বাড়ি থেকে ধোনি বিমানবন্দরের দিকে রওনা হয়েছিলেন ৷ রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেতে খেতে তাঁকে দেখতে পান আরাধ্যা ৷ ব্যস, প্রিয় নায়ককে দেখতে পেয়ে স্থান-কাল-পাত্র ভুলে স্কুটি নিয়ে ছুট লাগান আরাধ্যা ৷ ট্রাফিক সিগন্যাল, রাস্তার গাড়ি কোনও কিছুর তোয়াক্কা না করে ধোনির গাড়িকে ধাওয়া করে আরাধ্যা ৷

  অবশেষে বিমানবন্দরে পৌঁছে ধোনি যখন গাড়ি থেকে নেমে লাউঞ্জে ঢুকছেন তখন পেছনে এসে থামে আরাধ্যার স্কুটি ৷ নিরাপত্তারক্ষীরা আটকে দেওয়ায় সেখানেই থেমে যায় আরাধ্যার দৌড় ৷ কিন্তু এতদূর এসে হাল ছাড়তে নারাজ অন্ধ ভক্তের আর্ত চিৎকার পৌঁছায় ধোনির কানে ৷ সেলফির আবদার মেটাতে ভারতের অন্যতম সেরা অধিনায়ক এসে দাঁড়ান ভক্তের পাশে ৷ আরাধ্যার স্বপ্নপূরণ করে ক্যামেরাবন্দি হল সে মুহূর্ত ৷

  পরে অবশ্য আরাধ্যার এই দুঃসাহসিক দৌড়ের কথা শুনে চমকে উঠেছিলেন স্বয়ং মাহিও ৷ কিন্তু কোনও কিছুকে চাইলে অন্ধের মতো তাকে অনুসরণ করে কিভাবে পাওয়া যায় এ শিক্ষা তো রাঁচির সেই মহেন্দ্র সিং ধোনিরই শেখানো ৷

  First published: