• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • ক্ষমতায় এলে চিটফান্ড কেলেঙ্কারির মূল চক্রী পাবে সাজা, দাবি কংগ্রেসের

ক্ষমতায় এলে চিটফান্ড কেলেঙ্কারির মূল চক্রী পাবে সাজা, দাবি কংগ্রেসের

 • Share this:

  #রায়পুর: ৫,০০০ কোটি টাকার চিটফান্ড কেলেঙ্কারি নিয়ে ছত্তিশগড়ের বিজেপি সরকারকে বিঁধলেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা। বিধানসভা নির্বাচনে জিতে সরকার গড়তে পারলে এই বিষয়ে যথাযথ তদন্ত করবে ও দোষীদের শাস্তি দেবে কংগ্রেস, জানিয়েছেন তিনি।

  একটি সাংবাদিক সম্মেলনে সুরজেওয়ালা জানিয়েছেন ১৬১টিরও বেশি চিটফান্ড ওই রাজ্যে সক্রিয় ও এর ফলে জনগণের টাকা-পয়সা তছনছ হয়েছে । চিটফান্ড কেলেঙ্কারির জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ২০ লক্ষ পরিবার । ১ লক্ষ এজেন্ট প্রায় ৫ কোটি টাকারও বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন। মৃত্যু হয়েছে প্রায় ৫৭ জনের ।

  আরও পড়ুন: ক্ষমতায় ফিরলে শান্তি-শৃঙ্খলাও ফিরবে আগের মতই, দান্তেওয়াড়া কাণ্ড প্রসঙ্গে মুখ্যমন্ত্রী রমণ সিং

  সুরজেওয়ালার অভিযোগ, ৩০০ টি এফআইআর দায়ের হলেও একজনও তাঁদের টাকা ফেরত পান নি । চিটফান্ড কান্ডে সরাসরি মুখ্যমন্ত্রী রমন সিং ও তাঁর দলীয় কর্মী ও মন্ত্রীদের দুষেছেন সুরজেওয়ালা ।

  First published: