#নয়াদিল্লি: রাম মন্দিরের ভূমিপুজো উপলক্ষে সেজে উঠছে গোটা অযোধ্যা ৷ দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বুধবার, ৫ অগাস্ট শুরু হচ্ছে রাম মন্দিরের নির্মাণ কাজ৷ সেই উপলক্ষে অযোধ্যায় ভূমি পুজোর আয়োজন করা হয়েছে৷ এমনিতেই করোনা সংক্রমণের জেরে অযোধ্যায় এখন তীর্থযাত্রীদের ভিড় কম৷ তা সত্ত্বেও সবথেকে বেশি জোর দেওয়া হচ্ছে পরিষ্কার, পরিচ্ছন্নতার উপরে৷ ভূমি পুজো উপলক্ষে অযোধ্যায় আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তাই ফাঁক রাখা হচ্ছে না নিরাপত্তাতেও৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও উপস্থিত থাকবেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও ৷ ৫ অগাস্ট ১২.১৩ মিনিটে হবে ভূমি পুজোর অনুষ্ঠান। ভূমি পুজো চলবে ১ ঘণ্টা ধরে। পুজো করবেন বারাণসীর পুরোহিতরা।অনুষ্ঠানে থাকবেন ২৫০-৩০০ ভিভিআইপি অতিথি। থাকবেন ইকবাল আনসারি, রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলার অন্যতম মামলাকারী তিনি৷ পাঁচটি গ্রহের চিহ্ন হিসেবে পাঁচটি রুপোয় মোড়া ইঁট স্থাপন করা হবে রামমন্দিরের ভূমিতে। প্রথম ইঁটটি স্থাপন করবেন প্রধানমন্ত্রী নিজে। বিশ্ব হিন্দু পরিষদ চায় নাগার ঘরাণার বিষ্ণুমন্দিরের ধাঁচেই গড়ে উঠুক রামমন্দির। আর গর্ভৃগৃহটি হোক অক্টাগনাল বা আটটি কোণ বিশিষ্ট।