#লখনউ: সমাজবাদী পার্টির অন্তর্দ্বন্দ্ব চলছেই ৷ শনিবার অখিলেশ ঘনিষ্ঠ উদয়বীর সিং নামে এক দলীয় বিধান পরিষদ সদস্যকে ৬ বছরের জন্য বহিষ্কার করার পর, রবিবার মুলায়ম সিং যাদব পার্টি সদস্য রামগোপাল যাদবকে সমাজবাদী পার্টি থেকে ৬ বছরের জন্য বহিষ্কার করল ৷
সমাজবাদী পার্টির উত্তর প্রদেশের অধ্যক্ষ শিবাপাল যাদব সাংবাদিক বৈঠকে সরাসরি আক্রমণ করে বসেন রামগোপাল যাদবকে ৷ সাংবাদিক বৈঠকে শিবপাল বলেন, ‘রামগোপাল তিনবার পার্টি বিরোধী কাজ করেছেন ৷ বিজেপি-র এক বড় নেতার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন রামগোপাল ৷ আসলে রামগোপাল বিজেপির এজেন্ট ৷’
সাংবাদিক বৈঠকে শিবপাল আরও বলেন, ‘রামগোপালের ছেলে ও তাঁর পুত্রবধূ বেশ কিছু জালিয়াতের সঙ্গে যুক্ত ৷ সেই জালিয়াতের থেকে বাঁচতেই বিজেপির সঙ্গে গোপনে হাত মিলিয়েছে রামগোপাল ৷ ’
দিন কয়েক আগেই দলের শীর্ষ নেতৃত্বকে চিঠি দিয়ে দলীয় সভাপতি অখিলেশ যাদবকে দলের জাতীয় সভাপতি করার আর্জি জানান এই উদয়বীর ৷ তাঁর এই প্রস্তাবকে শনিবার দলবিরোধী, শৃঙ্খলাবিরোধী ও অসম্মানজনক আখ্যা দিয়ে তাকে বহিষ্কার করে শীর্ষ নেতৃত্ব ৷
মুলায়ম সিং যাদবকে লেখা চিঠিতে উদয়বীর সিং সরাসরি রাজ্য সভাপতি শিবপাল যাদবের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন ৷ চার পাতার চিঠিতে তিনি লেখেন, শিবপাল, অখিলেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মুলায়মকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন ৷ জাতীয় সভাপতি হওয়ার সবগুণ রয়েছে একমাত্র অখিলেশের মধ্যে ৷ তাই তাঁকেই সভাপতি করে দেওয়া উচিত ৷ সূত্রের খবর, চিঠিতে অখিলেশের অনুগামী উদয়বীর সিং মুলায়মের দ্বিতীয় স্ত্রী ও অখিলেশের বিমাতাকেও আক্রমণ করতে ছাড়েননি ৷
এসব কিছুর জন্যই এদিন সপা-র শীর্ষ নেতৃত্ব উদয়বীরকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয় ৷ শনিবার দলের উত্তরপ্রদেশ ইউনিটের এক্সিকিউটিভ কমিটির সূচনা বৈঠকের পরই এই সিদ্ধান্ত ঘোষণা করা হয় ৷ দলের তরফে মুখপাত্র অম্বিকা চৌধুরী বলেন, উদয়বীর অসম্মানজনক, অশালীন আচরণ করেছেন ৷ সমাজবাদী পার্টিতে এই সব উৎশৃঙ্খলা সহ্য করা হবে না ৷ তাই এই সিদ্ধান্ত ৷ শৃঙ্খলাই সমাজবাদী পার্টির মূল ৷
আর যাকে ঘিরে এত কাণ্ড সেই উদয়বীর সিং পার্টির সিদ্ধান্ত শোনার পর বলেন,তিনি মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের বিরুদ্ধে হওয়া চক্রান্তগুলিই মুলায়মকে জানাতে চেয়েছিলেন ৷ যারা দলের প্রকৃত ভাল চায় তাদেরই বহিষ্কার করা হচ্ছে ৷
তবে অন্তর্দ্বন্দ্ব চলছেই ৷ একের পর এক মন্ত্রীকে করা হচ্ছে দল থেকে বহিষ্কার৷ শিবপাল যাদব সহ ৪ মন্ত্রীকে বহিষ্কার ৷ বহিষ্কৃত সাদাব ফতিমা,গায়ত্রী প্রজাপতি ৷ বহিষ্কৃত মদন চৌহান, নারদ রায় ৷জয়া প্রদাকেও বহিষ্কার করলেন অখিলেশ ৷ চলচ্চিত্র বিকাশ পরিষদের প্রধান পদ থেকে বহিষ্কার ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Akhilesh Yadav, Ramgopal Jadav, Samajbadi Party, Shivpal Yadav, UP