#নয়াদিল্লি: তিনটি শ্রম সংস্কার বিল আজ অর্থাত্ বুধবার সংসদে পাশ হয়ে গেল৷ এই শ্রম সংস্কার বিল পাশের ফলে, সর্বোচ্চ ৩০০ জন শ্রমিক কোনও সংস্থায় থাকলে, সরকারের অনুমতি ছাড়াই সংশ্লিষ্ট সংস্থা কর্মী ছাঁটাই করতে পারবে৷ কোম্পানি গুটিয়ে দেওয়ার ক্ষেত্রেও কোনও বাধা থাকবে না৷
রাজ্যসভার ৮ সাংসদকে সাসপেন্ড করার প্রতিবাদে রাজ্যসভা অধিবেশন এ দিন বয়কট করে কংগ্রেস ও বামেরা৷ ধ্বনি ভোটে রাজ্যসভায় পাশ হয়ে যায় শিল্পে শ্রমিক-মালিক সম্পর্ক বিধি, সামাজিক সুরক্ষা বিধি এবং কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চয়তা বিধি৷
Rajya Sabha returns the Appropriation (No. 3) Bill, 2020 and The Appropriation (No. 4) Bill, 2020.
Lok Sabha had passed the Bills on September 18th. pic.twitter.com/6GeKxFZw1n — ANI (@ANI) September 23, 2020
শ্রম আইনে সংস্কারের লক্ষ্যে ৪৪টি কেন্দ্রীয় শ্রম আইনের মধ্যে ১৫টিকে বর্তমান সময়ের জন্য অপ্রাসঙ্গিক বলে বাতিল করে কেন্দ্র। বাকি ২৯টিকে নিয়ে আসা হয়েছে চারটি শ্রম বিধিতে। এর মধ্যে লোকসভা ও রাজ্যসভায় মজুরিবিধি পাশ হয়েছে গত বছরেই। মঙ্গলবার লোকসভায় আলোচনা ছিল বাকি তিনটির (শিল্পে শ্রমিক-মালিক সম্পর্ক বিধি, সামাজিক সুরক্ষা বিধি এবং কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চয়তা বিধি) বিষয়ে। প্রায় বিরোধী শূন্য লোকসভায় পাশ হয়ে যায় ৩টি শ্রম সংস্কার বিল৷ আজ রাজ্যসভাতেও প্রায় বিরোধী শূন্য ভাবেই পাশ হয়ে গেল৷
তিনটি শ্রম সংস্কার বিল সম্পর্কে কেন্দ্রীয় শ্রম মন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার বলেন, 'ব্যবসার পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে এই নয়া শ্রম আইন সংস্কার সিস্টেমকে আরও স্বচ্ছ করবে৷'
মন্ত্রীর বক্তব্য, ৩০০ জন পর্যন্ত কর্মী বিশিষ্ট সংস্থায় সরকারের অনুমতি ছাড়াই ছাঁটাইয়ের আইন ইতিমধ্যেই ১৬টি রাজ্যে চালু হয়ে গিয়েছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Labour Bills