#চেন্নাই: জেলেই আত্মহত্যার চেষ্টা করলেন প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধির হত্যাকারী নলিনী শ্রীহরণ৷ সোমবার গভীর রাতে জেলের মধ্যে নলিনী আত্মঘাতী হওয়ার চেষ্টা করে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী৷ গত ২৯ বছর ধরে হাজতে রয়েছে নলিনী৷
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে নলিনীর আইনজীবী জানিয়েছেন, দীর্ঘ ২৯ বছরে এই প্রথমবার নলিনী এই ধরনের অন্তিম পদক্ষেপ করল৷ নলিনীর সঙ্গে আরেকজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীর সম্প্রতি ঝগড়া হয়৷ ঘটনাটি জেল আধিকারিক পর্যন্ত গড়ায়৷ ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই নলিনী আত্মহত্যার চেষ্টা করে বলে অভিযোগ৷
রাজীব গান্ধি হত্যা মামলায় নলিনীর স্বামী মুরুগনও জেল খাটছে৷ সে জেল কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছে, নলিনীকে অন্য জেলে স্থানান্তরিত করা হোক৷ আপাতত নলিনী ভেলোর জেলে রয়েছে৷
রাজীব গান্ধি হত্যা মামলায় নলিনী-সহ ৭ জনকে দোষী সাব্যস্ত করা হয়৷ ১৯৯১ সালের ২১ মে শ্রীরুম্বুদুরে একটি নির্বাচনী জনসভায় তত্কালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধিকে হত্যা করে LTTE-র এক আত্মঘাতী জঙ্গি৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Nalini Sriharan, Rajiv Gandhi Assassination, Suicide Attempt