#চেন্নাই : রাজনীতির ময়দানে তিনি বেশ পরিচিত মুখ ৷ তবে, ভোটের ময়দানে এই প্রথম হাতেখড়ি হতে চলেছে দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত ৷ তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে লড়তে চলেছেন তিনি ৷
গত ১৮ এপ্রিল তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন সম্পন্ন হয় ৷ আগামী ২৩ মে ভোটগণমা ৷ সেই নির্বাচনী লড়াইয়ে যদি এআইএডিএমকে সংখ্যাগরিষ্ঠতা এবং সমর্থন না পায়, তাহলে পুননির্বাচনের একটি সম্ভাবনা জোরাল হবে ৷ সেক্ষেত্রে ভোটযুদ্ধে নামতে তৈরি রজনীকান্ত ৷ তাঁর কথায়, ‘পরবর্তী বিধানসভা নির্বাচন রাজ্যে যখনই হোক না কেন ৷ আমি লড়তে প্রস্তুত সেই নির্বাচনে ৷ কারণ আমি আমার অনুগামীদের কখনই হতাশা করব না ৷’
২৩মে-র পর আবারও কী প্রধানমন্ত্রীর আসনে বসতে চলেছেন নরেন্দ্র মোদি ? শুক্রবার সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে রজনীকান্ত স্পষ্টভাবে বলেন, আগামী ২৩ মে-র পরই সেটি জানা যাবে ৷
Rajinikanth on being asked if he will contest state polls if AIADMK falls short of majority after assembly bypolls: Whenever it is announced I am ready. I will decide after May 23 #TamilNadu pic.twitter.com/mjfR10xeRg
— ANI (@ANI) April 19, 2019
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।