#কলকাতা:আদালত অবমাননার মামলার শুনানি পিছোল। সুপ্রিম কোর্টে মামলার শুনানি পিছিয়ে গেল। ভুয়ো অর্থলগ্নি মামলায় মুখ্যসচিব, ডিজির বিরুদ্ধে অভিযোগ সিবিআই-এর। রাজীব কুমারের বিরুদ্ধেও অবমাননার অভিযোগ। মামলার শুনানিপর্ব থেকে সরলেন বিচারপতি। নিজেকে সরিয়ে নিলেন নাগেশ্বর রাও। নতুন করে বেঞ্চ তৈরি হবে। সেই বেঞ্চে মামলার শুনানি হবে। ২৬ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি।
সারদা মামলা সংক্রান্ত জিজ্ঞাসাবাদ করার উদ্দেশ্যে রাজীব কুমারের বাড়িতে হানা দেয় সিবিআই ৷ সেই সময় তাদের বাধা দেওয়া হয় ৷ এরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিবিআই। এর জেরে শুরু হয় কেন্দ্র রাজ্য সংঘাত ৷ চিটফান্ড তদন্তে অসহযোগিতা এবং আদালত অবমাননার অভিযোগে মামলা করা হয় ৷
এই মামলার বুধবার শুনানির কথা ছিল। এর আগে আদালতে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল । ইতিমধ্যেই হলফনামা দাখিল করেছেন তিন শীর্ষকর্তা। হলফনামা খতিয়ে দেখা হয় ৷ আজ তিন আধিকারিকের আদালতে হাজিরা দেওয়া বাধ্যতামূলক ছিল না।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।