#রাজস্থান: টানা লকডাউনে অনেক কিছুই বদলেছে। মানুষ ঘরে বন্দি হওয়ায় রাস্তা ঘাট খালি। জনহীন পৃথিবী দেখে জীব জন্তুরাও বদলেছে তাদের স্বভাব। তারা ঢুকে পড়ছে শহরে, গ্রামে। এতে স্বাভাবিক ভাবেই চিন্তা বাড়ছে। তবে রাজস্থানের চিত্রটা একটু অন্য। এখানে গরমে জল এমনিই কম থাকে। জলের সন্ধানে গ্রামে ঢুকে পড়ছে বন্য জন্তু।
রাজস্থানের পালি গ্রামে মাঝে মধ্যেই চলে আসছে জন্তুরা। জল না পেয়েই গ্রামে ঢুকে পড়ছে তারা। এই গ্রামের কাছেই রয়েছে রামগড় ওয়াইল্ডলাইফ স্যানচুয়ারি। তাই ভয় লেগেই থাকে। এর উপায় বার করলেন গ্রামবাসীরা নিজেই। এরপর বন্য জন্তুদের জন্য জলের ব্যবস্থা করতে ৩৫জন গ্রামবাসী মিলে ছোট পাহাড়ের ওপর মাটি খুঁড়ে জল বের করার কাজ শুরু করে দিল। পুকুর খুঁড়ে জল এনে দিচ্ছে তারা।
মার্চ মাস থেকেই শুরু হয়েছে মাটি খোঁড়ার কাজ। এপ্রিল মাস থেকে কাজ অনেকটা এগিয়েছে। আশা করা যাচ্ছে কয়েকদিনের মধ্যেই কাজ শেষ হবে। তবে কিছু বড় পাথর রয়েছে যা সরানোর জন্য ফরেস্ট ডির্পাটমেন্টের সাহায্য পেলে সুবিধা। এমনটাই জানিয়েছে গ্রামবাসীরা। গ্রামের এক স্কুল শিক্ষকের মাথায় এই বুদ্ধি প্রথম আসে। তারপর তার কথায় প্রথমে দু'জন মিলে কাজ শুরু করেন। সেই দু'জনকে কাজ করতে দেখে বাকিরাও এগিয়ে আসেন। তবে এই কাজ করতে গিয়ে তারা কেউ মুখে মাস্ক পরতে এবং সামাজিক দূরত্ব মানতে ভোলেনি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।