একদিকে যখন উদয়পুরের মান্ডওয়ার চাষিরা জমিটিকে নিজেদের রাজ্যের বলে দাবি করেন, অন্যদিকে গুজরাতের সাবরকাঁঠা জেলার কালিকাকর পঞ্চায়েতের গবরি ফলা গ্রামের চাষিরা ওই জমি নিয়ে একই দাবি করেন৷ এই নিয়ে ১৯৫৫ সাল থেকে বিবাদ চলে আসছে৷ যদিও এই বিবাদ শুধু চাষিদের মধ্যেই আটকে নেই৷ বরং দুই রাজ্যও এই নিয়ে বিবাদে জড়িয়ে পড়েছে৷ কারণ দুই রাজ্যের রাজস্ব নথিতেও এই ২০০ বিঘা জমি নথিভুক্ত রয়েছে৷
গত ছয় দশকে সরকারি স্তরে বার বারই এই জমি নিয়ে বিবাদ মেটানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু তা ফলপ্রসূ হয়নি৷ উল্টে ২০১৪ সালে দুই রাজ্যের কৃষকদের মধ্যে এ নিয়ে হাতাহাতি বেধে যায়৷
তবে দীর্ঘদিনের এই বিবাদ মেটাতে এবার দুই রাজ্যই সচেষ্ট হয়েছে৷ ২২ থেকে ৩০ জুন পর্যন্ত রাজস্থান এবং গুজরাতের সরকারি আধিকারিকরা সার্ভে করে এই জমির মালিকানা নিয়ে নিষ্পত্তি খুঁজে বের করার চেষ্টা করবেন৷ সেই উদ্দেশ্যে উদয়পুর এবং সাবরকাঁঠা জেলার জেলাশাসকরা তৎপর হয়েছেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।