#নয়াদিল্লি: বিপুল শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য কার্যকরী সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় রেলওয়ে ৷ দেশের সব থেকে বড় কর্মসংস্থান আসে এই সংস্থা থেকেই ৷ আর সেই ভারতীয় রেলেই নতুন করে ১০ লক্ষ লোকের কর্মসংস্থান হতে পারে বলে গত বছরেই জানিয়েছিলেন নয়া রেলমন্ত্রী পীযূষ গোয়েল ৷
রেলওয়ের পদস্থ এক আধিকারিক জানিয়েছেন এই মুহূর্তে অন্তত ২ লক্ষ পদে কর্মী নিয়োগ করা হবে ৷ নিয়োগ দ্রুত সম্পন্ন করতে প্রক্রিয়ার মোট সময় ২ বছর থেকে কমিয়ে আট-নয় মাস করার পরিকল্পনা করার জন্য রেল বোর্ডের চেয়ারম্যান অশ্বিনী লোহানির কাছে আবেদন জানিয়েছেন রেলের বিভিন্ন জোনের জোনাল ম্যানেজাররা ৷
বিপুল সংখ্যক পদে এখনও নিয়োগ না হওয়ায় রেলের বিভিন্ন কাজে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছে ভারতীয় রেল ৷ সেই সমস্ত দিকে নজর রেখেই এমন প্রস্তাব ৷ রেলওয়ের উচ্চ পদস্থ আধিকারিকদের মতে প্রার্থী বাছাইয়ের প্রতিটি স্তরে কমিয়ে আনা হোক সময় ৷ নিয়োগের ক্ষেত্রে পরীক্ষা হওয়া থেকে কাজে যোগ দেওয়ার মধ্যে সময়সীমা যেন সর্বাধিক ৯ মাস রাখা হয় ৷ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ২০ জানুয়ারির মধ্যে এই সংক্রান্ত সমস্ত প্রস্তাব জমা দিতে বলেছেন ৷
সূত্রের খবর, রেলের নিচের স্তরের প্রায় ১৬ শতাংশ সেফটি পোস্ট খালি রয়েছে ৷ এর জেরে ৬৪ কিলোমিটার লম্বা এই রেল নেটওয়ার্কের রক্ষণাবেক্ষণ ও পেট্রোলিংয়ে সমস্যা দেখা দিচ্ছে ৷
যে পদগুলিতে শীঘ্র নিয়োগ করা হবে তা হল-
-
এই মুহূর্তে ভারতীয় রেলওয়েতে প্রায় ১৩ লক্ষ লোক কাজ করে ৷ গ্রুপ সি ও গ্রুপ ডি ক্যাটগরিতে রেলে ২,২২,৮২৩ টি শূন্যপদ রয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Indian Railways, Railway Vacancy, Railways Recruitment, Recruitment process