#পটনা: ভারতীয় রেলের তরফে প্রত্যেকটি স্টেশনে বিনামূল্যে WiFi পরিষেবা দেওয়া হয় ৷ সম্প্রতি রেলের টেলিকম প্রদানকারী সংস্থা রেলটেল একটি সমীক্ষা করা হয় ৷ তাতেই একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ৷ সমীক্ষায় দেখা গিয়েছে, পটনা রেলওয়ে স্টেশনে Wifi ব্যবহার করে পর্ণসাইট সার্চ করা হয় ৷ এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই নড়েচড়ে বসেছে রেলওয়ে ৷ পটনা স্টেশনে সমস্ত পর্ণসাইট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সোমবার থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে পর্ণ সাইটের লিঙ্কগুলি ৷ এর ফলে আর কেই পটনা স্টেশনের WiFi ব্যবহার করে আর ব্লু ফ্লিল্ম দেখতে পাবেন না কেউ ৷ ইষ্ট সেন্ট্রাল রেলওয়ে CPRO অরবিন্দ রজক জানিয়েছেন, ‘রেলটেল সমস্ত রকমের পর্ণসাইট বন্ধ করার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে ৷ ওয়াইফাই দেওয়ার মূল উদ্দেশ্যে হচ্ছে যাত্রীরা যাতে কোনও অসুবিধা ছাড়া ট্রেন চলাচল সম্পর্ক সমস্ত তথ্য ৷ কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে তা অপব্যবহার করা হচ্ছিল ৷’ এছাড়াও হাজিপুর, মুঘলসরাই ও গয়া স্টেশনে পর্ণসাইট বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ পটনায় এই বছরে ফ্রি ওয়াইফাই পরিষেবা চালু করা হয়েছিল ৷ রেলটেল পটনা স্টেশনে সমস্ত যাত্রীদের ১ জিবি ফ্রি ওয়াইফাই পরিষেবা দেয় ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, ETV News Bangla, Patna Junction, Porn sites for Wi-Fi users, Railways blocked Porn sites for Wi-Fi users