#নয়াদিল্লি: দক্ষিণ পশ্চিম রেলওয়ে শুক্রবার থেকে বেশ কিছু জায়গায় প্যাসেঞ্জার রিজার্ভেশন সেন্টার খুলে দিয়েছে ৷ এই বিষয়ে বৃহস্পতিবারই জানিয়ে দেওয়া হয়েছে ৷ দক্ষিণ পশ্চিম রেলওয়ে এই সিদ্ধান্তের পর টিকিট বুকিংয়ের পদ্ধতি আরও সহজ হয়ে উঠেছে ৷
দক্ষিণ পশ্চিম রেলওয়ে এই রিজার্ভেশন সেন্টারগুলিকে করোনা শুরু হওয়ার আগের সময় অনুযায়ী-ই খোলা হবে ৷ সূত্রের খবর অনুযায়ী, ফেস্টিভ স্পেশ্যাল ট্রেন ২০ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে ৷ ফলে মনে করা হচ্ছে যে টিকিট বুকিংয়ের চাহিদা ও চাপ বাড়বে৷ সেই কথা মাথায় রেখেই এই সেন্টারগুলি খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
সেন্টার খুললেও কেন্দ্র সরকারের বিধি নিষেধ মেনে চলতে হবে সকলকে ৷ রিজার্ভেশন সেন্টারে মাস্ক পরে যাওয়া বাধ্যতামূলক ৷ মেনে চলতে হবে সামাজিক দূরত্ব ৷ পাশাপাশি ব্যবহার করতে হবে হ্যান্ড স্যানিটাইজার ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Indian Railways