#কলকাতা: বহুদিন ধরে রেলে প্রচুর পদ শূন্য ৷ বাংলা সহ গোটা দেশে প্রায় ২৬ হাজার ৫০২টি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ইন্ডিয়ান রেলওয়েজ রিক্রুটমেন্ট বোর্ড ৷ মাধ্যমিক পাশ ব্যক্তিরাও আবেদন করতে পারেন ৷ আবেদনের শেষ তারিখ ৫ মার্চ ৷
গোটা দেশে ২৬, ৫০২ টি শূন্য পদের মধ্যে কলকাতা, শিলিগুড়ি ও মালদা ডিভিশন মিলিয়ে বাংলাতেই ৩১৮১ টি পদে কর্মী নিয়োগ করবে রেল ৷ ইন্ডিয়ান রেলওয়েজ রিক্রুটমেন্ট বোর্ডের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী যে সমস্ত শূন্যপদে লোক নেওয়া হবে তা হল-
অ্যাসিস্ট্যান্টট লোকো পাইলট-১৭,৬৭৩ জন টেকনিশিয়ান-৮,৮২৯ জন
শিক্ষাগত যোগ্যতা
অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ক্ষেত্রে আবেদনের জন্য ন্যূনতম মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ৷ এছাড়া ইলেকট্রিশিয়ান, আইটিআইয়ের ফিটার, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সহ বিভিন্ন ট্রেডে প্রশিক্ষিত প্রার্থীরাও আবেদন করতে পারেন ৷ টেকনিশিয়ান পদের জন্য মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করা ব্যক্তিরাই আবেদন করতে পারবেন ৷ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারাও উক্ত পদগুলির জন্য আবেদন পত্র পাঠাতে পারেন ৷
বয়স এই পদগুলিতে আবেদনের জন্য ১ জুলাই ২০১৮ অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে। সংরক্ষিত পদপ্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের নির্দিষ্ট ছাড় পাবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী শূন্যপদের পরিসংখ্যান-
আহমেদাবাদ— ১৬৪ আজমেঢ়— ১২২১ এলাহাবাদ— ৪৬৯৪ বেঙ্গালুরু— ১০৫৪ ভুবনেশ্বর— ৭০২ বিলাসপুর— ৯৪৫ চণ্ডীগড়— ১৫৪৬ চেন্নাই— ৯৪৫ গোরক্ষপুর— ১৫৮৮ গুয়াহাটি— ৪২২ জম্মু-শ্রীনগর— ৩৬৭ কলকাতা— ১৮২৪ মালদা— ৮৮০ মুম্বই— ১৪২৫ মুজফফরপুর— ৪৬৫ পাটনা— ৪৫৪ রাঁচি— ২০৪৩ সেকেন্দ্রাবাদ— ৩২৬২ শিলিগুড়ি— ৪৭৭ তিরুঅনন্তপুরম— ৩৪৫
এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে ক্লিক করুন- www.rrbahmedabad.gov.in এই ওয়েবসাইটে ৷ অনলাইনে ফর্মও মিলবে ওই ওয়েবসাইটেই ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 26502 Technician and ALP Posts, Railway Recruitment, Railway Recruitment 2018