#নয়াদিল্লি: ঘুরপথে আয় বাড়তে চলল রেলের ৷ এবার ট্রেনে RAC বার্থের সংখ্যা বাড়তে চলেছে ৷
সোমবার রেলমন্ত্রকের তরফ থেকে ঘোষণা করে জানানো হয়েছে, RAC যেখানে এখন রয়েছে ১০ টি সেখানে নতুন বছরে বেড়ে হবে ১৪ টি ৷ টু টায়ার এসিতে সেই সংখ্যা ৪ থেকে বেড়ে হচ্ছে ৬ ৷
১৭ জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হচ্ছে বলে জানানো হয়েছে রেলমন্ত্রকের তরফ থেকে ৷
এর আগে, প্রবীণদের জন্য রেলের নয়া উদ্যোগ ৷ এবার থেকে ট্রেনের টিকিটে ছাড় পেতে হলে প্রবীণ নাগরিকদের দাখিল করতে হবে আধার কার্ড ৷ আগামী পয়লা এপ্রিল থেকে প্রবীণ নাগরিকদের জন্য আধার কার্ড বাধ্যতামূলক করল রেলমন্ত্রক ৷ শুধু কাউন্টার টিকিটেই নয় ৷ অনলাইন বা ই-টিকিটের ক্ষেত্রেও একই নিয়ম জারি করতে চলেছে রেলমন্ত্রক ৷
রেলের টিকিট বুকিংয়ের ক্ষেত্রে বহুদিন ধরেই আধার কার্ডের সঙ্গে রেল টিকিট জুড়ে দেওয়ার জন্য ভাবনাচিন্তা চালাচ্ছিল রেলমন্ত্রক। এবার সেটা বাস্তবায়িত হতে চলেছে। সিনিয়র সিটিজেন হিসেবে প্রবীণরা রেলটিকিটে যে ছাড় পান, সেই সুবিধা পেতে হলে এবার থেকে দেখাতে হবে আধার কার্ড ৷ অনলাইনে টিকিট কাটলেও প্রযোজ্য হবে একই নিয়ম ৷ রেল মন্ত্রক সূত্রে খবর, দুই ধাপে চালু হতে চলেছে এই নিয়ম ৷ প্রথমে ২০১৭ সালের ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে টিকিট সংরক্ষণে ছাড় পেতে হলে আধার কার্ড দেখালেই চলবে ৷ কিন্তু পয়লা এপ্রিল থেকে আধার কার্ড জমা না দিলে পাওয়া যাবে না কোনও সুবিধা ৷ আধার জমা দিলে যাত্রার সময় কোনও পরিচয়পত্র সঙ্গে না রাখলেও চলবে ৷ টিকিট বুকিং-এর ক্ষেত্রে কারচুপি রোখার জন্যই রেলমন্ত্রক এই পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন আইআরসিটিসি-র চেয়ারম্যান এ কে মানোচা ৷ শীঘ্রই রেলের সমস্ত টিকিট বুকিংয়ের ক্ষেত্রে বাধ্যতামূলক হতে চলেছে আধার কার্ড ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Delhi, ETV News Bangla, RAC, Rail, Rail Reservation, Rail Ticket, Railway