হোম /খবর /দেশ /
সাংঘাতিক ! মিনারেল ওয়াটার বলে ট্রেনের বাথরুমের জল খাইয়ে গ্রেফতার রেলকর্মী

সাংঘাতিক ! মিনারেল ওয়াটার বলে ট্রেনের বাথরুমের জল খাইয়ে গ্রেফতার রেলকর্মী

Representational Image

Representational Image

এই কারবার চলছিল বেশ অনেকদিন ধরেই !

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: মিনারেল ওয়াটার বলে ট্রেনের বারুমের জল যাত্রীদের খাওয়াত এক রেলকর্মী ! এই কারবার বেশ অনেকদিন ধরেই চলছিল ৷ বাথরুম থেকে জল ভরে এনে সেই বোতলই চালান করত যাত্রীদের ৷ শেষপর্যন্ত হাতেনাতে ধরা পড়ল সেই ব্যক্তি ৷ অভিযুক্ত রেলকর্মীকে গ্রেফতার করেছে রেল পুলিশ ৷ অভিযুক্তের বিরুদ্ধে ইন্ডিয়ান রেলওয়ে অ্য়াক্টের ১৪৪ (১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এক যাত্রী অসুস্থ হওয়ার পরেই বিষয়টি সবার সামনে আসে ৷ তিরুনেলভেলি-জামনগর এক্সপ্রেসের বাতানুকূল কোচগুলিতে এমন কাণ্ড ঘটিয়েছে ওই অভিযুক্ত কর্মী ৷ অভিযুক্তের নাম রবীন্দ্র ব্য়াস বলে জানা গিয়েছে। বয়স ৩০ বছর। দীর্ঘদিন ধরেই রেলে কাজ করছে রবীন্দ্র। জেরায় অপরাধের কথা স্বীকারও করেছে সে। পুলিশের সন্দেহ, রবীন্দ্র তার চাকরির শুরুর থেকেই এমন কাণ্ড ঘটিয়ে চলেছে । আপাতত রবীন্দ্রকে ১০দিনের জেল হেফাজত ও ১৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Rail Toilet Water, Railway attendant, Tirunelveli-Jamnagar Express