কলকাতা: তিলজলায় শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন এবং খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল বন্ডেল গেট সহ পিকনিক গার্ডেন এলাকায়। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে পার্ক সার্কাস এবং বালিগঞ্জ স্টেশনের মধ্যে রেল অবরোধও চলছে। যার জেরে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, আরপিএফ এবং জিআরপি। যদিও অবরোধকারীদের দাবি, সাত বছরের ওই বালিকার উপর নির্যাতনকারী এবং খুনের অভিযোগে ধৃত যুবকের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি, ঘটনার প্রতিবাদে থানা ভাঙচুরের ঘটনায় যে দুই মহিলাকে পুলিশ গ্রেফতার করেছে, তাঁদেরও নিঃশর্ত মুক্তি দিতে হবে৷
গতকাল তিলজলা থানা এলাকার এক সাত বছরের বালিকাকে অপহরণ করে খুন করে বিহারের বাসিন্দা এক যুবক৷ নির্যাতিতা বালিকা এবং ওই যুবক একই আবাসনে থাকত৷ বালিকাকে খুনের আগে যৌন নির্যাতন এবং ধর্ষণের কথাও স্বীকার করে নিয়েছে অভিযুক্ত৷ ঘটনার পরই পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে গতকাল রাতে তিলজলা থানা চত্বরে ভাঙচুর চালান স্থানীয় বাসিন্দারা৷ ওই ঘটনায় প্রথমে চার জনকে আটক করে পুলিশ৷ পরে তাঁদের মধ্যে ২ জনকে ছেড়ে দিলেও অন্য দু জনকে গ্রেফতার করা হয়৷রেল অবরোধের জেরে ব্যাপক দুর্ভোগের মুখে পড়েছেন রেল যাত্রীরা৷
দীর্ঘক্ষণ ট্রেনের ভিতরে আটকে থাকার পর অনেকে রেল লাইন ধরে হাঁটতে শুরু করেছেন৷ অন্যদিকে বন্ডেল গেট এলাকাতেও চলছে পথ অবরোধ৷ পিকনিক গার্ডেন এলাকায় পুলিশ পথ অবরোধ তুলতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকেন বিক্ষোভকারীরা৷ পুলিশের একাধিক গাড়ি ভাঙচুরও করা হয়েছে৷ একটি বাইকেও আগুন ধরিয়ে দেওয়া হয়৷ ঘটনার জেরে তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়৷ বন্ধ হয়ে গিয়েছে এলাকায়৷ বিক্ষোভকারীদের রোষের মুখে পড়ে প্রাথমিক ভাবে কিছুটা পিছু হঠে পুলিশ৷ আশেপাশে থানার থেকেও পুলিশবাহিনীকে ঘটনাস্থলে পাঠানো হচ্ছে৷ আনা হচ্ছে র্যাফ। এলাকায় দমকলের গাড়ি পৌঁছলে সেটিকে লক্ষ্য করেও ইট ছোড়া হয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।