হোম /খবর /দেশ /
সম্পাদকীয় নীতি নয়, নজরে আর্থিক দুর্নীতি, দৈনিক ভাস্কর কাণ্ডে পাল্টা আয়কর দফতরের

সম্পাদকীয় নীতি নয় নেপথ্যে আর্থিক দুর্নীতি, দৈনিক ভাস্কর কাণ্ডে পাল্টা বলল আয়কর দফতর

দৈনিক ভাস্করে হানা আয়কর দফতরের।

দৈনিক ভাস্করে হানা আয়কর দফতরের।

স্পষ্টই বলা হচ্ছে, সম্পাদকীয় নীতি বা কোনও বিশেষ রিপোর্টের সঙ্গে সম্পর্কই নেই এই তল্লাশির।

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: তোলপাড় চলেছে বৃহস্পতিবার দিনভর। একদিনে সংবাদমাধ্যম দৈনিক ভাস্করে ৩২ টি অফিসে হানা দিয়েছে আয়কর অফিস। সংস্থার তরফে এই ঘটনাকে করোনাকালে সরকারবিরোধী খবর প্রকাশের শান্তি বলে বর্ণনা করা হয়েছে। সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। এ দিন দুপুরে সাংবাদিক বৈঠক করে তিনি স্পষ্ট বলেছেন, এভাবে গণতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে। অবশ্য আয়কর দফতর থেকে দিনের শেষে সম্পূর্ণ অন্য অভিযোগ সামনে আনা হচ্ছে। স্পষ্টই বলা হচ্ছে, সম্পাদকীয় নীতি বা কোনও বিশেষ রিপোর্টের সঙ্গে সম্পর্কই নেই এই তল্লাশির।

আয়কর দপ্তরের আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হচ্ছে, ২০০৬ সালেই পানামা পেপার ফাঁস হলে তাতে দৈনিক ভাস্কর এর নাম জড়ায়। অভিযোগ, কর ফাঁকি দিতে নানা অসাধু উপায় অবলম্বন করেছে এই সংস্থা। যেমন নানা খরচকে ঘুরিয়ে বই প্রকাশ বাবদ খরচ দেখানো হয়েছে। এমন কয়েকটি সংস্থার সঙ্গে তারা সম্পর্কিত ছিল যাদের নাম আবার প্যারাডাইস পেপারস নামক আরেকটি আর্থিক কেলেঙ্কারিতে এসেছে। এই নিয়ে দৈনিক ভাস্কর কর্তৃপক্ষ অবশ্য এখনও কিছু বলেনি।

আজ  দিনভর  আয়কর দপ্তরের আধিকারিকরা একে একে এই পত্রিকার মুম্বাই, দিল্লি, ভোপাল, ইন্দোর, জয়পুর এবং আহমেদাবাদের অফিসে ফানা দিয়েছেন।

দৈনিক ভাস্কর গ্রুপের বার্ষিক লেনদেনের পরিমাণ প্রায় ৬ হাজার কোটি টাকা। এই গ্রুপটির সঙ্গে হোল্ডিং হিসেবে জড়িত রয়েছে ১০০ টিরও বেশি সংস্থা। এই সংস্থার তিন প্রধান কর্ণধার হলেন সুধীর আগরওয়াল, পবন আগারওয়াল এবং গিরিশ আগারওয়াল। এ সংস্থা বিডি লিমিটেডে অধীনস্থ। সংস্থার তরফে যখন গোটা বিষয়টিকে প্রতিশোধের রাজনীতি বলা হচ্ছে, তখনই উঠে আসা লেনদেন সংক্রান্ত এই অভিযোগকে এক কথায় চাঞ্চল্যকর বলা চলে।

Published by:Arka Deb
First published: