#গুজরাত: বিধানসভা নির্বাচনের অনেক আগেই আরও এক বার সংশ্লিষ্ট রাজ্যের প্রভাবশালী সম্প্রদায়কে ‘পাশে রাখার’ কৌশল নিল BJP। গুজরাতের মুখ্যমন্ত্রীর পদ থেকে বিজয় রূপাণীর ইস্তফা আর তারপরই রবিবার ভূপেন্দ্র প্যাটেলকে গুজরাতের নতুন মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। রাজনৈতিক মহলের মতে, এর নেপথ্য কারণই হল, গুজরাতে 'পাতিদার'দের মন রাখা ও বিজয় রূপাণীর প্রত্যাশা অনুযায়ী কাজ করতে না পারা। এই পরিস্থিতিতে কৌশল সাজাচ্ছে কংগ্রেসও। গত বিধানসভা নির্বাচনে গুজরাতে কংগ্রেসের ভালো ফল হলেও সরকার গঠন করতে পারেনি। প্রায় ৪০ শতাংশের বেশি ভোট পেলেও ক্ষমতা দখল থেকে দূরেই থাকতে হয়েছে। তবে, সেই সূত্রেই কংগ্রেসের হাতে এসেছে জিগনেশ মেভানি, হার্দিক প্যাটেল ও অল্পেশ ঠাকুরের মতো নেতারা। এমনকী ২০১৭ সালে দলিত, কৃষক, প্যাটেলদের একজোট করতে আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন রাহুল গান্ধি স্বয়ং। এবার গুজরাত নির্বাচনের বছর খানেক আগে থাকতেই ঘুঁটি সাজাতে শুরু করেছে কংগ্রেস।
গুজরাতের বিজেপি নেতারা বলছেন, নতুন মুখ্যমন্ত্রী মুখ ভূপেন্দ্র প্যাটেলকে মুখ্যমন্ত্রীর পদে বসানো থেকে স্পষ্ট হয়ে গিয়েছে, ২০২২ সালেও নরেন্দ্র মোদির মুখকে সামনে রেখেই গুজরাতের ভোটে লড়বে বিজেপি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে ২০২২ সালে মোদি-শাহের নিজের রাজ্য গুজরাতে বিজেপি হেরে গেলে, সারা দেশে নেতিবাচক বার্তা যাবে। তাই আগেই রাজ্য রাজনীতির নিয়ন্ত্রণ হাতে তুলে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।