হোম /খবর /দেশ /
জাতির উদ্দেশে ভাষণের আগে মোদিকে অনুরোধ রাহুলের, রাখলেন কি প্রধানমন্ত্রী?

জাতির উদ্দেশে ভাষণের আগে মোদিকে অনুরোধ রাহুলের, রাখলেন কি প্রধানমন্ত্রী?

Photo-File

Photo-File

এ দিন নিজের ভাষণের আগাগোড়াই করোনা পরিস্থিতি নিয়ে দেশবাসীকে সতর্ক হওয়ার অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: করোনা নিয়ে দেশবাসীর উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কিন্তু তাঁর ভাষণ শুরুর আগেই প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ট্যুইট করে একটি অনুরোধ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ চিনা সেনাদের কবে ভারতীয় ভূখণ্ড থেকে বের করা হবে, তা জানানোর জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন তিনি৷

ট্যুইটারে রাহুল গান্ধি লেখেন, 'প্রিয় প্রধানমন্ত্রী, সন্ধে ৬টার ভাষণে দয়া করে দেশকে জানান কত তারিখের মধ্যে চিনাদের ভারতীয় ভূখণ্ড থেকে বাইরে ছুড়ে ফেলা হবে?' এ দিন অবশ্য উৎসবের মরশুমে করোনা নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নিজের ভাষণে দেশবাসীকে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী৷ ভারত-চিন সীমান্ত বিবাদের প্রসঙ্গ তাঁর বক্তব্যে ওঠেনি৷

রাহুল গান্ধি সহ কংগ্রেস নেতৃত্ব প্রথম থেকেই অভিযোগ করে আসছেন, লাদাখে ভারতীয় ভূখণ্ডের মধ্যে ঢুকে পড়েছে চিনা সেনা৷ পাল্টা প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় সরকার জোরের সঙ্গে বলেছে, চিনকে ভারতের এক ইঞ্চি জমিও ছাড়া হবে না৷ কংগ্রেসের অভিযোগও খারিজ করেছে বিজেপি নেতৃত্ব৷

এ দিন নিজের ভাষণের আগাগোড়াই করোনা পরিস্থিতি নিয়ে দেশবাসীকে সতর্ক হওয়ার অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী৷ তিনি বলেন, 'সময়ের সঙ্গে সঙ্গে অর্থনৈতিক কার্যকলাপও স্বাভাবিক হচ্ছে৷ উৎসবের মরশুমে বাজারও চেনা ছন্দে ফিরছে৷ তবে মনে রাখতে হবে লকডাউন শেষ হলেও ভাইরাস বিদায় নেয়নি৷ শেষ সাত- আট মাসে প্রত্যেক ভারতীয়ের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে এসেছে৷ তাই এখন গাছাড়া মনোভাব দেখানোর সময় নয়, বরং কীভাবে তা আরও ভাল করা যায়, তা নিশ্চিত করতে হবে৷'

Published by:Debamoy Ghosh
First published:

Tags: BJP, Congress, Narendra Modi, Rahul Gandhi