হোম /খবর /দেশ /
'তোমাকে রোজ মিস করি বাবা,' রাজীব গান্ধির জন্মদিনে ট্যুইট রাহুলের

Rajiv Gandhi birth anniversary| 'তোমাকে রোজ মিস করি বাবা,' রাজীব গান্ধির জন্মদিনে ট্যুইট রাহুলের

রাজীব গান্ধি ও রাহুল গান্ধি

রাজীব গান্ধি ও রাহুল গান্ধি

রাজীব গান্ধির জন্মদিনে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷ তিনি ট্যুইট করেছেন, 'প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধিজির জন্মদিনে আমার শ্রদ্ধার্ঘ৷'

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: 'সময়ের থেকে অনেক এগিয়ে ছিলেন তিনি৷ অত্যন্ত দূরদর্শী এক মানুষের নাম রাজীব গান্ধি৷' প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধির ৭৬তম জন্মদিনে এভাবেই শ্রদ্ধা জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷

আজ অর্থাত্‍ বৃহস্পতিবার রাজীব গান্ধির ৭৬তম জন্মদিন৷ বাবাকে স্মরণ করে রাহুল গান্ধি ট্যুইটারে লেখেন, 'রাজীব গান্ধি অত্যন্ত দূরদর্শী একজন মানুষ ছিলেন৷ সবচেয়ে বড় হল, অত্যন্ত ভালোবাসার একজন মানুষ ছিলেন৷ আমি খুবই সৌভাগ্যবান, রাজীব গান্ধি আমার বাবা৷ আমি গর্বিত৷ আজ ওঁকে আমরা মিস করছি৷ রোজই করি৷'

রাজীব গান্ধির জন্মদিনে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷ তিনি ট্যুইট করেছেন, 'প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধিজির জন্মদিনে আমার শ্রদ্ধার্ঘ৷'

ভারতের সবচেয়ে কমবয়সি প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধি৷ ১৯৮৪ সালে কংগ্রেসের দায়িত্ব নেন তিনি৷ মাত্র ৪০ বছর বয়সেই প্রধানমন্ত্রী হন৷ ১৯৪৪ সালে ২০ অগাস্ট জন্মগ্রহণ করেছিলে রাজীব গান্ধি৷ ১৯৯১ সালের ২১ মে তামিলনাড়ুতে শ্রীপেরুম্বুদুরে তাঁকে হত্যা করে এলটিটিই জঙ্গিরা৷ রাজীব গান্ধির মৃত্যুদিনকে সন্ত্রাসবাদ-বিরোধী দিবস হিসেবেও পালন করা হয়৷

Published by:Arindam Gupta
First published:

Tags: Rajiv Gandhi Birth Anniversary