#নয়াদিল্লি: 'সময়ের থেকে অনেক এগিয়ে ছিলেন তিনি৷ অত্যন্ত দূরদর্শী এক মানুষের নাম রাজীব গান্ধি৷' প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধির ৭৬তম জন্মদিনে এভাবেই শ্রদ্ধা জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷
Rajiv Gandhi was a man with a tremendous vision, far ahead of his times. But above all else, he was a compassionate and loving human being.
I am incredibly lucky and proud to have him as my father. We miss him today and everyday. pic.twitter.com/jWUUZQklTi — Rahul Gandhi (@RahulGandhi) August 20, 2020
আজ অর্থাত্ বৃহস্পতিবার রাজীব গান্ধির ৭৬তম জন্মদিন৷ বাবাকে স্মরণ করে রাহুল গান্ধি ট্যুইটারে লেখেন, 'রাজীব গান্ধি অত্যন্ত দূরদর্শী একজন মানুষ ছিলেন৷ সবচেয়ে বড় হল, অত্যন্ত ভালোবাসার একজন মানুষ ছিলেন৷ আমি খুবই সৌভাগ্যবান, রাজীব গান্ধি আমার বাবা৷ আমি গর্বিত৷ আজ ওঁকে আমরা মিস করছি৷ রোজই করি৷'
On his birth anniversary, tributes to former Prime Minister Shri Rajiv Gandhi Ji.
— Narendra Modi (@narendramodi) August 20, 2020
রাজীব গান্ধির জন্মদিনে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷ তিনি ট্যুইট করেছেন, 'প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধিজির জন্মদিনে আমার শ্রদ্ধার্ঘ৷'
ভারতের সবচেয়ে কমবয়সি প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধি৷ ১৯৮৪ সালে কংগ্রেসের দায়িত্ব নেন তিনি৷ মাত্র ৪০ বছর বয়সেই প্রধানমন্ত্রী হন৷ ১৯৪৪ সালে ২০ অগাস্ট জন্মগ্রহণ করেছিলে রাজীব গান্ধি৷ ১৯৯১ সালের ২১ মে তামিলনাড়ুতে শ্রীপেরুম্বুদুরে তাঁকে হত্যা করে এলটিটিই জঙ্গিরা৷ রাজীব গান্ধির মৃত্যুদিনকে সন্ত্রাসবাদ-বিরোধী দিবস হিসেবেও পালন করা হয়৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।