#নয়াদিল্লি: বিরোধিদের অনবরত কটাক্ষ৷ এর সঙ্গেই রয়েছে দলের অন্দরমহলে তাঁর নেতৃত্ব নিয়ে বহু প্রশ্ন৷ তবুও কংগ্রেস নেতা রাহুল গান্ধি নিজের লক্ষ্যে অবিচল৷ রবিবার সকালে কৃষক আন্দোলনে উৎসাহ দিতে কবিতা ট্যুইট করলেন রাহুল৷
হিন্দি কবি দ্বারিকা প্রসাদ মাহেশ্বরীর কবিতা 'বীর তুম বড়ে চলো'র কয়েকটি লাইন পোস্ট করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি৷ বাংলায় যার মর্মার্থ তর্জমা করলে দাঁড়ায়, “হে বীর, তুমি এগিয়ে চলো, ধৈর্য ধরে এগিয়ে চলো। জলকামানের তোড়েও তুমি থেকো নির্ভীক৷ দৃড় ভাবেই এগিয়ে চলো অন্নদাতা৷"
গত ২৪ ডিসেম্বর কেন্দ্রের কৃষি আইনের প্রতিবাদে কংগ্রেসের রাষ্ট্রপতি ভবন অভিযান ছিল৷ বিতর্কিত নয়া কৃষি আইনের বিরুদ্ধে দু'কোটি স্বাক্ষর নিয়ে রাষ্ট্রপতির কাছে একটি স্মারকপত্র জমা দিতে গিয়েছিল কংগ্রেস৷ যদি কংগ্রেসের এই অভিযানে প্রথমে বাধা দেয় পুলিশ। প্রিয়াঙ্কা গান্ধী-সহ আরও কয়েকজন কংগ্রেস নেতাকে হেফাজতে নিয়েছিল দিল্লি পুলিশ। পরে রাহুল অ্যান্ড কোং রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন৷ বেরিয়ে আসে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে বলেছিলেন, "কৃষক ও শ্রমিকরা এখন ঐক্যবদ্ধ হয়েছে৷ তবে বরাবরের মতো, যেই মুহূর্তে কেউ সরকারের বিরুদ্ধে কথা বলেছে, তাঁকে দেশদ্রোহী কিংবা সন্ত্রাসবাদী হিসাবে চিহ্নিত করা হয়েছে। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক৷ তবে এটাই হচ্ছে জনগণের কণ্ঠরোধ করা হচ্ছে৷"
वीर तुम बढ़े चलो धीर तुम बढ़े चलो वॉटर गन की बौछार हो या गीदड़ भभकी हज़ार हो तुम निडर डरो नहीं तुम निडर डटो वहीं वीर तुम बढ़े चलो अन्नदाता तुम बढ़े चलो! pic.twitter.com/MqsuS9QxEj
— Rahul Gandhi (@RahulGandhi) December 27, 2020
দু'দিন আগেই রাহুলকে এই অভিযোগের পাল্টা দেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি৷ কটাক্ষ করে তিনি বলেছিলেন, "রাহুল গান্ধি মিথ্যাচার ও কুমীরের কান্না কৃষকদের বিভ্রান্ত করছে৷ ওঁর নিজের জামাইবাবুই কৃষকদের জমি অবৈধ ভাবে দখল করেছিল আমেঠিতে৷ আমি আসার আগে এখানে কী উন্নয়ন হয়েছিল সবার জানা আছে৷ গান্ধি পরিবার আমেঠি নিজেদের দখলে রেখেও কৃষকদের উন্নয়ন থেকে বহু দূরে রেখেছিল৷ ক্রমাগত তাদের ভুল পথে চালিত করেছে৷ শুধু ক্ষমতার ফল ভোগ করে দিল্লিতে সোনার প্রাসাদে থেকেছে৷"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Rahul Gandhi