#নয়াদিল্লি: নির্মলা সীতারমন বলেছিলেন, ভগবানের মার পড়েছে অর্থনীতির উপর। তাই এবছর অর্থনৈতিক বৃদ্ধির হার তলানিতে এসে ঠেকবে। এবার সেই উক্তিকে উদ্ধৃত করে ট্যুইটারে সরব হলেন রাহুল গান্ধী। একেবারে প্রথম থেকেই নোটবাতিল, জিএসটি ও লকডাউনের ব্যর্থতা নিয়ে সরব হয়েছিলেন রাহুল। নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি লাইভ সেশনে তুলে ধরার চেষ্টা করেছিলেন, ঠিক কোন পথে ভারতীয় অর্থনীতিকে চাঙ্গা করা সম্ভব। রাহুল নিজেও পরে বলেছেন, সেই পথে চলেনি কেন্দ্রীয় সরকার। বরং লকডাউন, আনলক পিরিয়ডের পর কিছুটা বাধ্য হয়ে অর্থনৈতিক সমস্যার কথা স্বীকার করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
India’s economy has been destroyed by three actions: 1. Demonetisation 2. Flawed GST 3. Failed lockdown Anything else is a lie.https://t.co/IOVPDAG2cv
— Rahul Gandhi (@RahulGandhi) August 28, 2020
তিনি সাংবাদিকদের বলেছেন, ‘ভগবানের মারে অর্থনীতি ধুঁকছে। এখানে কারওর কিছু করার নেই।’ আর সেই উক্তি নিয়েই রাহুল গান্ধী এইদিন ট্যুইট শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘ভারতীয় অর্থনীতি তিনটি কারণে ধ্বংস হয়েছে, ডিমনিটাইজেশন, জিএসটি ও ব্যর্থ লকডাউনের পরিকল্পনা। এর কোনওরকম অজুহাত থাকতে পারে না।’ এই ট্যুইটের সঙ্গে নির্মলা সীতারমনের উক্তি সম্বলিত একটি খবর জুড়ে দিয়েছেন তিনি। অর্থনীতির বেহাল দশা দীর্ঘদিন ধরেই ইস্যু হিসাবে তুলে ধরতে চাইছে বিরোধী দলগুলি। এবার সেটি নিয়ে সরাসরি কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে আক্রমণ করলেন রাহুল গান্ধী।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Rahul Gandhi