#কোয়েম্বাটোর: আগামী মে মাসে বিধানসভা নির্বাচন রয়েছে তামিলনাড়ুতে৷ শনিবার দক্ষিণের রাজ্য কোয়েম্বাটোরে রোড শো করে নির্বাচনী প্রচার শুরু করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷
এদিন রাহুল ফের একবার কড়া ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে৷ রাহুল বলছেন যে, সাধারণ মানুষের সব কিছুই নাকি বিক্রি করে দিচ্ছেন মোদি৷
এদিন হুড খোলা ভ্যানে চেপে, রাহুল সুর চড়িয়ে বললেন, "প্রধানমন্ত্রী কী করেন? উনি দু'তিন জন বড় ব্যবসায়ীর সঙ্গে হাত মিলিয়েছেন৷ যাঁরা মোদিকে মিডিয়া ও টাকা দেয়৷ মোদি একে একে দেশের ও তামিলনাড়ুর সব কিছু বিক্রি করে দিচ্ছেন৷"
Mr Narendra Modi has no respect for the culture, language & people of Tamil Nadu. He thinks that Tamil people, language & culture should be subservient to his ideas & culture: Rahul Gandhi in Coimbatore https://t.co/qbc71R1Vqk pic.twitter.com/OETlIlps9y
— ANI (@ANI) January 23, 2021
রাহুল ফের একবার কেন্দ্রের নয়া তিন কৃষি আইনের বিরোধিতা করলেন এদিনও৷ তাঁর বত্তব্য, "কৃষকদের কাছে যা ছিল, তা তাঁদের থেকে ছিনিয়ে নিয়ে এখন আন্দোলনের অভিযোগ আনছেন!" বিজেপিকে বিঁধে মোদি আরও বলছেন, কংগ্রেস একটি মতাদর্শ নিয়ে লড়াই করেছে৷ যেখানে, "এক সংস্কৃতি, এক ভাষা ও এক ভাবনা ভারতে রাজত্ব করবে৷" মোদিকে আক্রমণ করে আরও বলেন যে, তামিলনাড়ুর ভাষা, সংস্কৃতি ও মানুষের প্রতি "কোনও সম্মান" নেই তাঁর৷ মোদি মনে করেন, "তামিলনাড়ুর ভাষা-সংস্কৃতি ও এখানকার মানুষ তাঁর ভাবনার ও সংস্কৃতির অধীনে থাকবে৷"
You'd a loving relationship with my grandmother, I'm indebted to you. You've given me so much love. That's the spirit with which I've come here. I want to help you once again build Tamil Nadu. I want world to look towards Tamil Nadu &say that's example of excellence: Rahul Gandhi pic.twitter.com/VATGI0YEIU
— ANI (@ANI) January 23, 2021
রাহুল এদিনের রোড শো-তে বলেন যে, তাঁর ঠাকুমার (প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি) সঙ্গে তামিলনাড়ুর একটা ভালবাসার সম্পর্ক রয়েছে৷ এখানে তিনি যা ভালবাসা পেয়েছেন, তার জন্য তিনি ঋণী৷ ভবিষ্যতে ফের তামিলনাড়ুর পুনর্গঠনে তিনি সাহায্য করবেন বলেও জানান৷