নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য। কংগ্রেস নেতা রাহুল গান্ধির বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের অভিযোগ আনলেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী। প্রমাণ ছাড়া প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মন্তব্যের কারণে এই নোটিস দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে মন্ত্রীর তরফে।
গত কয়েকদিন ধরেই এক শিল্পপতিকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক ঘিরে তোলপাড় হচ্ছে বাজেট অধিবেশন। বিরোধীদের টানা বিক্ষোভের জেরে বার বার অধিবেশন মুলতবিও করা হয়েছে। গত মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূর ভাষণের ধন্যবাদজ্ঞাপন বক্তৃতা চলাকালীন এ নিয়ে আলোচনা হয় লোকসভায় সেই সময়েই কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে বিজেপি ঘনিষ্ঠ ওই শিল্পপতির বিরুদ্ধে সুর চড়াতে দেখা যায়।
আরও পড়ুন: সংসদে মোদি সরকারের তীব্র সমালোচনায় তৃণমূল, কথা বলতে দফায় দফায় বাধা মহুয়া মৈত্রকে
এখানেই শেষ নয়, সংসদে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ওই শিল্পপতির একটি ছবিও তুলে ধরেন। প্রশ্ন তোলেন, তাঁর কাঁছে মানুষ জানতে চাইছে, এই শিল্পপতির সঙ্গে নরেন্দ্র মোদির 'সম্পর্ক' কী? কোন পথে গত কয়েক বছরে ওই শিল্পপতির বৈভবের এত রকেট গতির উত্থান হয়েছে, সংসদে দাঁড়িয়ে সেই প্রশ্নও তোলেন রাহুল গান্ধি। তাছাড়া, বিমান পরিবহণ ব্যবসায় না থেকেও কী ভাবে দেশের গুরুত্বপূর্ণ বিমানবন্দর রক্ষণাবেক্ষণের ভার ওই শিল্পপতির গোষ্ঠী পায়, লোকসভায় দাঁড়িয়ে তা-ও জানতে চান কংগ্রেস নেতা।
अडानी की शेल कंपनियां जो हजारों करोड़ रूपया भारत में भेज रही हैं, वो किसका पैसा है?
अडानी हवाई अड्डे, पोर्ट और डिफेंस जैसे स्ट्रैटेजिक क्षेत्रों में काम करते हैं। तो सवाल उठता है: इन शेल कंपनियों के बारे में भारत सरकार ने कोई सवाल क्यों नहीं उठाया? : @RahulGandhi जी pic.twitter.com/XBTwW3m9m8 — Congress (@INCIndia) February 7, 2023
এরপরেই রাহুলের মন্তব্যের তীব্র বিরোধিতা করতে শুরু করে শাসকদল বিজেপি। বিজেপি সাংসদেরা অভিযোগ তোলেন, নির্দিষ্ট প্রমাণ না দেখিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কখনওই এমন গুরুতর অভিযোগ আনতে পারেন না রাহুল। মঙ্গলবার সংসদে করা কংগ্রেস নেতার মন্তব্য ঘিরে বুধবারও উত্তাল হয় অধিবেশন।
আরও পড়ুন: লোকসভায় দাঁড়িয়ে এ কী বললেন মহুয়া! লজ্জিত বিজেপি সাংসদ হেমা মালিনিরও
এদিন অধিবেশন শুরুর সঙ্গে সঙ্গেই রাহুল গান্দির বিষয়টি সংসদে উত্থাপন করেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রমাণ ছাড়া এমন গুরুতর অভিযোগ আনার দরুন কংগ্রেস নেতা রাহুল গান্ধির বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস জারি করার দাবি জানান তিনি।
লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে তিনি বলেন, "সংসদীয় নিয়ম অনুযায়ী আগে থেকে নোটিস না জারি করে কারও বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আনতে পারেন না কোনও সাংসদ। গতকাল এক কংগ্রেস সাংসদ ভিত্তিহীন কিছু অভিযোগ এনে অধিবেশনকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। তাঁর মন্তব্য যেন সরিয়ে দেওয়া হয় এবং তাঁর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের অভিযোগ এনে তাঁকে নোটিস দেওয়া হয়।"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Narendra Modi, Prime Minister, Rahul Gandhi