• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • 'ভারাক্রান্ত গোটা দেশ', প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ রাহুল গান্ধির

'ভারাক্রান্ত গোটা দেশ', প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ রাহুল গান্ধির

প্রণববাবুর সঙ্গে ১৩ সংখ্যাটির যে 'বিশেষ' যোগ রয়েছে, তা তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সময়ও ফের প্রমাণিত হয়৷ কারণ তিনি হন দেশের ত্রয়োদশ রাষ্ট্রপতি! Photo- PTI

প্রণববাবুর সঙ্গে ১৩ সংখ্যাটির যে 'বিশেষ' যোগ রয়েছে, তা তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সময়ও ফের প্রমাণিত হয়৷ কারণ তিনি হন দেশের ত্রয়োদশ রাষ্ট্রপতি! Photo- PTI

এ দিনই দিল্লির সেনা হাসপাতালে প্রয়াত হন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷

 • Share this:

  #নয়াদিল্লি: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ প্রণববাবুর শোকস্তব্ধ পরিবারকে সমবেদনা জানিয়েছেন রাহুল৷

  ট্যুইটারে রাহুল লিখেছেন, 'গভীর শোকের সঙ্গেই গোটা দেশ প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের দুর্ভাগ্যজনক মৃত্যুসংবাদ পেয়েছে৷ গোটা দেশের সঙ্গে আমিও তাঁকে শ্রদ্ধা জানাই৷ তাঁর শোকস্তব্ধ পরিবার এবং বন্ধুদের আমি গভীর সমবেদনা জানাই৷' এ দিনই দিল্লির সেনা হাসপাতালে প্রয়াত হন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ গত ১০ অগাস্ট থেকে ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন তিনি৷

  Published by:Debamoy Ghosh
  First published: