#নয়াদিল্লি: রাফাল চুক্তি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে লোকসভা ভোটে কংগ্রেস নেতা রাহুল গান্ধির স্লোগান ছিল 'চৌকিদার চোর হ্যায়'৷ ২০১৮ সালে সুপ্রিম কোর্ট মোদি সরকারকে রাফাল নিয়ে ক্লিনচিট দেওয়ার পরেও রাহুল বলেছিলেন, 'চৌকিদার চোর হ্যায়'৷ ওই মন্তব্যে আদালত অবমাননা মামলার রায়ে স্বস্তি পেলেন ওয়াইনাডের কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি৷ বৃহস্পতিবার এই মামলায় তাঁকে আদালত সতর্ক করে, রাহুল গান্ধিকে ভবিষ্যতে সংযত হতে হবে মন্তব্য নিয়ে৷ ভবিষ্যতে এই ধরনের মন্তব্য করার আগে সতর্ক হতে হবে৷ রাহুলের বিরুদ্ধে আদালত অবমাননার মামলাটি বন্ধ করল সুপ্রিম কোর্ট৷
The Supreme Court says “Mr Rahul Gandhi needs to be more careful in future” for attributing to the court his remarks. https://t.co/MjG0POUVfj
শীর্ষ আদালত এ দিন রাহুল গান্ধির বিষয়ে বলে, এই ধরনের মন্তব্য দুর্ভাগ্যজনক৷ ভবিষ্যতে কোনও মন্তব্য করার আগে সতর্ক হতে হবে রাহুলকে৷ গত ১০ এপ্রিল রাহুল গান্ধি বলেছিলেন, 'চৌকিদার চোর হ্যায়৷' লোকসভা ভোটেও এই স্লোগানকে ব্যবহার করে কেন্দ্রকে বারবার নিশানা করেছেন রাহুল৷
রাহুলের বিরুদ্ধে মামলা করেছিলেন বিজেপি সাংসদ মিনাক্ষী লেখি৷ সেই মামলার রায়ে এ দিন যে কোনও মন্তব্যের বিষয়ে রাহুলকে সতর্ক হওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট৷