#লখনউ: সংসদের ভিতরে চলছে অনাস্থা প্রস্তাবের আলোচনা ৷ রাহুল গান্ধির বক্তৃতা শেষ হতেই প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরেন তিনি ৷ তা নিয়ে বিতর্ক চলছেই ৷ এবার সেই জাদু কি ঝাপ্পি নিয়েই চ্যালেঞ্জের মুখে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ! যোগী আদিত্যনাথের সামনে চ্যালেঞ্জের মুখে পড়লেন রাহুল গান্ধি ৷
সিএনএন-নিউজ ১৮-কে দেওয়া সাক্ষাৎকারে যোগী আদিত্যনাথ বলেন, ‘আমাকে আলিঙ্গন করতে হলে রাহুলকে কমপক্ষে ১০বার ভাবতে হবে ৷’ একইসঙ্গে তিনি বলেন, ‘এহেন রাজনৈতিক নাটক আমার কাছে কখনই গ্রহণযোগ্য নয় ৷ রাহুল গান্ধির ব্যবহার ব্যবহার একেবারেই বাচ্চা বাচ্চা ৷ এমনকী, তাঁর অধিকার নেই এহেন কোনও রাজনৈতিক পদক্ষেপ নিজের কাঁধে নিয়ে নেওয়ার ৷ একজন চিন্তাভাবসম্পন্ন ব্যক্তি কখনই এমন কাজ করতে পারেন না ৷’
প্রসঙ্গত, রাহুল গান্ধিকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করতে আপত্তি নেই কংগ্রেসের ৷ এই প্রসঙ্গেই যোগী বলেন, অখিলেশ মায়াবতী কি কংগ্রেসের এই সিদ্ধান্তের সঙ্গে একমত ? শরগ পাওয়ারই বা কি মেনে নেবেন এই সিদ্ধান্ত ? তিনি কি কাজ করতে রাজি হবেন রাহুল গান্ধির অধীনে ? একইসঙ্গে আমি জানতে চাই কেন বিরোধী দলগুলি তাদের নেতাদের নাম ঘোষণা করছে না ? ’
একইসঙ্গে যোগী আদিত্যনাথ বলেন, ‘সম্পূর্ণ বিষয়টি দেশের সাধারণ জনগনের উপরই ছেড়ে দেওয়া হোক ৷ তারাই বিচার করে দেখুক ৷ গত ৬০ বছরে দেশের কতটা উন্নয়ন হয়েছে ৷ অন্যদিকে তারাই দেখুক নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ কতটা উন্নয়নের পথে অগ্রসর হয়েছে ?
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Narendra Modi, Rahul Gandhi, Rahul hugs modi, Yogi Adityanath