#নয়াদিল্লি: শ্রীরাম ন্যায়, দয়া এবং ভালবাসার প্রতিমূর্তি৷ ঘৃণা, নৃশংসতা এবং অন্যায়ের মধ্যে তাঁর দেখা পাওয়া যায় না৷ রাম মন্দিরের ভূমি পুজোকে কটাক্ষ করে এই ভাষাতেই ট্যুইট করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷
ট্যুইটারে রাহুল গান্ধি লিখেছেন, 'মর্যাদা পুরুষোত্তম ভগবান রাম সর্বোচ্চ মানব গুণগুলির স্বরূপ৷ আমাদের মনের গভীরে থাকা মানবতার মূল ভাবনার উৎস তিনি৷ রামই প্রেম, তিনি কখনও ঘৃণার মধ্যে প্রকট হন না৷ রামই করুণা, তিনি নৃশংসতার মধ্যে প্রকট হন না৷ রাম ন্যায়, তিনি অন্যায়ের মধ্যে প্রকট হন না৷'
রাম মন্দিরের ভূমি পুজো নিয়ে মঙ্গলবারই বিবৃতি প্রকাশ করেছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি৷ সেখানে তিনি লেখেন, 'রাম মন্দিরের ভূমি পুজোর অনুষ্ঠান জাতীয় ঐক্যের সমাগম স্থল হয়ে উঠুক৷'
এ দিনই পূর্ব নির্ধারিত সূচি মেনে অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজো সম্পন্ন হয়৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে ভূমি পুজোয় অংশ নেন৷ চল্লিশ কেজির রুপোর ইট বসিয়ে রাম মন্দিরের নির্মাণ কাজের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী৷
রাম মন্দিরের নির্মাণকাজের সূচনা করে প্রধানমন্ত্রী বলেন, 'সরযূ নদীর তীরে সোনালি অধ্যায়ের সূচনা হল৷ রাম জন্মভূমি এতদিনে স্বাধীন হল৷ স্বাধীনতা দিবসের মতোই ত্যাগ, বলিদানের প্রতীক হয়ে উঠবে রাম মন্দির৷' প্রধানমন্ত্রী আরও দাবি করেন, নির্মাণ কাজ শেষ হলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে রাম মন্দির৷ গোটা বিশ্বে শ্রীরামের বার্তা ছড়িয়ে দেওয়ার কথা বলেন তিনি৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Rahul Gandhi, Ram Mandir