বানিহল: নিরাপত্তায় বড়সড় গলদের অভিযোগ। কাশ্মীর উপত্য়কায় পৌঁছেই ভারত জোড়ো যাত্রা বাতিল করতে হল রাহুল গান্ধিকে। এ দিন রাহুল গান্ধির সঙ্গে ভারত জোড়ো যাত্রায় যোগ দিয়েছিলেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্য়মন্ত্রী এবং ন্য়াশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ। ট্য়ুইট করে নিরাপত্তা ব্য়বস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন রাহুল নিজেই। মূলত জম্মু কাশ্মীর পুলিশের দিকেই আঙুল তোলা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে।
আজ কাশ্মীর উপত্য়কায় প্রবেশের পর প্রায় ২০ কিলোমিটার হাঁটার কথা ছিল রাহুল গান্ধির। কিন্তু এক কিলোমিটার হাঁটার পরই এ দিনের মতো যাত্রা বাতিল করার সিদ্ধান্ত নেন কংগ্রেস নেতা। রাহুল গান্ধি ট্য়ুইট করে জানান, তাঁর নিরাপত্তা নিয়ে গুরুতর আশঙ্কা প্রকাশ করেন নিরাপত্তা রক্ষীরা। এর পরেই যাত্রা বাতিলের সিদ্ধান্ত নেন তিনি। রাহুল গান্ধি লেখেন, 'যাঁরা আমার নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, আমি তাঁদের মতকে অগ্রাহ্য করতে পারি না৷'
আরও পড়ুন: আবারও সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলে ফের অস্বস্তিতে ফেললেন দিগ্বিজয় সিং
কংগ্রেস নেতাদের অভিযোগ, এ দিন হাঁটা শুরু করার পর বানিহাল সুড়ঙ্গে পার করে শ্রীনগরের দিকে এগনোর সময়ই বিপত্তির সূত্রপাত৷ দেখা যায়, বিপুল সংখ্যক মানুষ রাহুল গান্ধির জন্য অপেক্ষা করছেন৷ কিন্তু সেই বিশাল জনতাকে সামলানোর জন্য কোনও পুলিশকর্মীকেই মোতায়েন করা হয়নি বলে অভিযোগ৷
I’m witness to this. The outer ring of the cordon which was maintained by J&K police simply vanished within minutes of @RahulGandhi starting to walk. We had just crossed in to Kashmir from Jammu & were looking forward to the 11 KM walk but unfortunately it had to be cancelled. https://t.co/H2DByCRYCi
— Omar Abdullah (@OmarAbdullah) January 27, 2023
সাংবাদিকদের সামনে রাহুল গান্ধি অভিযোগ করেন, 'ভিড় সামলানোর জন্য যে পুলিশকর্মীদের থাকার কথা ছিল, তাঁদের কাউকেই দেখা যায়নি৷ সুড়ঙ্গ থেকে বেরনোর পরই আমরা দেখি, নিরাপত্তা ব্যবস্থা পুরো উধাও হয়ে গিয়েছে৷ ফলে আমার নিরাপত্তারক্ষীরাও উদ্বিগ্ন হয়ে পড়েন৷ বাধ্য হয়েই আমাকে হাঁটা বাতিল করতে হয়৷ কারণ আমার নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে আমি যেতে পারিনি৷ ভিড় নিয়ন্ত্রণ করা প্রশাসনেরই দায়িত্ব৷'
আরও পড়ুন: বাংলাকে পথ দেখাচ্ছেন শুভেন্দু, ছেলের দরাজ প্রশংসায় তৃণমূল সাংসদ শিশির
রাহুলের সুরে একই অভিযোগ করেছেন ওমর আবদুল্লাহও৷ তিনিও অভিযোগ করেন, পুলিশের নিরাপত্তার একটি বলয় চোখেই দেখা যায়নি৷
কংগ্রেসের অভিযোগ, হঠাৎ করেই নিরাপত্তা কর্মীদের প্রত্যাহার করে নেওয়া হয়৷ অভিযোগ, ভিড়ের মধ্যে প্রায় তিরিশ মিনিট আটকে ছিলেন রাহুল গান্ধি৷ শেষ পর্যন্ত একটি বুলেট প্রুফ গাড়িতে করে তাঁকে বের করে নিয়ে যাওয়া হয়৷ কংগ্রেস নেতা কে সি বেণুগোপালের অভিযোগ, প্রায় তিরিশ মিনিট ধরে কোনও সিকিউরিটি অফিসারকে দেখা যায়নি৷
যদিও জম্মু কাশ্মীরের পুলিশের পক্ষ থেকে নিরাপত্তায় গলদের অভিযোগ অস্বীকার করা হয়েছে৷ জম্মু কাশ্মীর পুলিশের এক শীর্ষ অফিসার জানিয়েছেন, বানিহালে যে অত সংখ্যক মানুষ যাত্রায় যোগ দেবেন, তা আগে থেকে জানানো হয়নি৷ যাত্রা বাতিলের আগে পুলিশের সঙ্গে কোনও আলোচনাও করা হয়নি৷ তবে নিরাপত্তার যাবতীয় বন্দোবস্ত করার আশ্বাস দিয়েছেন ওই পুলিশ আধিকারিক৷
গত ৭ সেপ্টেম্বর দক্ষিণ ভারতের কন্য়াকুমারী থেকে শুরু হয়েছিল রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রা। আগামী ৩০ জানুয়ারি শ্রীনগরে তা শেষ হওযার কথা।নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।