#নয়াদিল্লি: কৃষি আন্দোলন নিয়ে রাহুল গান্ধিকে (Rahul Gandhi) ধুয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)৷ কংগ্রেস নেতা রাহুলের বিরুদ্ধে দেশে যুদ্ধ বাঁধানোর অভিযোগ আনলেন তিনি৷ শুক্রবার রাহুল কেন্দ্রের নয়া তিন বিতর্কিত কৃষি আইনি নিয়ে বাড়তে থাকা অসন্তোষ ও তার পরিণতি নিয়ে মন্তব্য করেছিলেন বিজেপি সরকারকে বিঁধে৷
তারই প্রত্যুত্তর দিলেন স্মৃতি৷ তিনি বলছেন, "রাহুল শান্তির বদলে দেশে নৈরাজ্যের উপাদান ছড়াচ্ছেন৷" স্মৃতির দাবি, "রাহুল শুধুই আইন-শৃঙ্খলার ভেঙে পড়ার কামনাই করছেন না, উনি অরাজকতার পরিবেশ সৃষ্টি করে তেরঙাকে অপমানের চেষ্টা করে দেশকে ভাঙতে চাইছেন, দেশের মানুষের মধ্যে যুদ্ধ বাঁধাতে চাইছেন৷ উনি বলেছেন দেশে আগুন জ্বলত!"
ना ग़ाज़ीपुर में पुलिस तैनात करकेना #SinghuBorder पर पथराव करकेना किसी और साज़िश से
किसान का हौसला तोड़ पाओगेपूरा देश उनके साथ खड़ा है, उन्हें आप डरा-धमका नहीं सकते।— Rahul Gandhi (@RahulGandhi) January 29, 2021
Live- सत्याग्रही किसानों के समर्थन में मेरी प्रेस वार्ता। https://t.co/i1dGV8el1n
— Rahul Gandhi (@RahulGandhi) January 29, 2021
এদিন রাহুল সাংবাদিক বৈঠকে বলেছিলেন যে, "সরকার কৃষকদের জীবন ধ্বংস করে দিচ্ছে৷" তিনি জানান যে, এই আন্দোলন দেশের অনান্য শহরেও ছড়িয়ে পড়বে৷ রাহুল মনে করেন নতুন কৃষি আইন কৃষকরা বুঝতেই পারেননি৷ তাঁরা বুঝতে পারলে দেশে আগুন জ্বলত৷ রাহুল আরও বলেন, "কৃষকরা নয়া তিন কৃষি আইন সম্বন্ধে বুঝতেই পারেননি৷ যদি তাঁরা বুঝতেন তাহলে গোটা দেশ জুড়ে আন্দোলন চলত, দেশে আগুন জ্বলত৷"