#নয়াদিল্লি: রাজস্থানে সরকার ফেলে দেওয়ার ষড়যন্ত্র করছে বিজেপি৷ এবার সরাসরি এই অভিযোগ করলেন রাহুল গান্ধি৷ একই সঙ্গে তাঁর দাবি, রাজস্থানের রাজ্যপালের উচিত অবিলম্বে রাজ্য বিধানসভার অধিবেশন ডাকা৷
রাজস্থানের রাজ্যপাল কলরাজ মিশ্র বিধানসভার অধিবেশন ডাকছেন না, এই অভিযোগ তুলে এ দিন রাজ ভবনে ধরনায় বসেন কংগ্রেস বিধায়করা৷ শেষ পর্যন্ত রাজ্যপাল শিগগিরই বিধানসভা অধিবেশন ডাকার আশ্বাস দিলে ধরনা প্রত্যাহার করেন অশোক গেহলটের সমর্থনে থাকা কংগ্রেস বিধায়করা৷ এর পর পরই ট্যুইট করে বিজেপি-কে আক্রমণ করেন রাহুল গান্ধি৷
ট্যুইটারে রাহুল গান্ধি লিখেছেন, 'দেশে সংবিধান এবং আইনের শাসন রয়েছে৷ সংখ্যাগরিষ্ঠ জনমত পেয়ে সরকার গঠিত হয় এবং তারা শাসন করে৷ রাজস্থানে সরকার ফেলার জন্য বিজেপি যে ষড়যন্ত্র করছে, তা স্পষ্ট৷ এটা রাজস্থানের আট কোটি মানুষের অপমান৷ রাজস্থানের রাজ্যপালের উচিত অবিলম্বে বিধানসভার অধিবেশন ডাকা যাতে সত্যিটা দেশের সামনে আসে৷'
देश में संविधान और क़ानून का शासन है।
सरकारें जनता के बहुमत से बनती व चलती हैं। राजस्थान सरकार गिराने का भाजपाई षड्यंत्र साफ़ है। ये राजस्थान के आठ करोड़ लोगों का अपमान है। राज्यपाल महोदय को विधान सभा सत्र बुलाना चाहिए ताकि सच्चाई देश के सामने आए।#ArrogantBJP — Rahul Gandhi (@RahulGandhi) July 24, 2020
রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটও এ দিন অভিযোগ করেন, 'উপরমহল' থেকে চাপ থাকাতেই বিধানসভার অধিবেশন ডাকতে চাইছেন না রাজ্যপাল৷ শেষ পর্যন্ত রাজস্থানের রাজ্যপাল বিধানসভা অধিবেশন ডাকার আশ্বাস দিলেও রাজ্য সরকারের কাছে নির্দিষ্ট কয়েকটি প্রশ্নের উত্তর চেয়েছেন৷ কংগ্রেসের তরফে জানানো হয়েছে, শুক্রবার রাতে হওয়া জরুরি ক্যাবিনেট বৈঠকেই এই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করে দ্রুত রাজ্যপালকে জবাব দেওয়ার চেষ্টা করা হচ্ছে৷
মুখ্যমন্ত্রী অশোক গেহলট বার বারই দাবি করেছেন, তাঁর কাছে সংখ্যাগরিষ্ঠ বিধায়কের সমর্থন রয়েছে৷ ফলে আস্থা ভোট হলেও জয়ের বিষয়ে কংগ্রেস শিবির আত্মবিশ্বাসী৷ সচিন পাইলট এবং তাঁর সঙ্গে থাকা বিধায়কদের বিরুদ্ধে সোমবার পর্যন্ত বিধানসভার অধ্যক্ষ কোনও ব্যবস্থা নিতে পারবেন না বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে রাজস্থান হাইকোর্ট৷