#নয়াদিল্লি: কেন্দ্রের বিদেশ নীতি নিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ রাহুলের বক্তব্য, প্রতিবেশী দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ককে ধ্বংস করে দিয়েছে মোদি সরকার৷
Mr Modi has destroyed the web of relationships that the Congress built and nurtured over several decades.
Living in a neighbourhood with no friends is dangerous. pic.twitter.com/OxGzzHoEYb — Rahul Gandhi (@RahulGandhi) September 23, 2020
রাহুলের ট্যুইট, 'প্রতিবেশী দেশগুলির সঙ্গে কংগ্রেস যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দশকের পর দশক ধরে গড়ে তুলিছেল, মোদি সেই সম্পর্ক ধ্বংস করছে৷ এটি খুবই বিপজ্জনক৷ ' চিনের সঙ্গে ভারতের সম্পর্ক বর্তমানে তলানিতে৷ বাংলাদেশের সঙ্গেও ভারতের সম্পর্ক খারাপ হওয়ার জন্য মোদির বিদেশনীতিকে দায়ী করেছেন কংগ্রেস নেতা৷
ইতিমধ্যেই করোনা ভাইরাস পরিস্থিতি সামলাতে মোদি সরকারের ব্যর্থতার তীব্র সামালোচনা শোনা গিয়েছে রাহুলের গলায়৷ পাশাপাশি দেশের বেকারত্ব সমস্যা ও বেহাল অর্থনীতি, চিনের সঙ্গে অশান্তি-- সব ইস্যুতেই মোদি সরকারকে বিঁধছে কংগ্রেস৷
রাজ্যসভায় ৭ জন সাংসদকে সাসপেন্ডের বিষয়ে মোদি সরকারের নিন্দা করে রাহুল বলেন, '২০১৪ সালে মোদিজির নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, কৃষকদের জন্য ন্যূনতম সহায়ক মূল্য। ২০১৪ সালে মোদি সরকার আদালতে জানায়, এই সুপারিশ রূপায়ণ তাদের পক্ষে সম্ভব নয়। ২০২০ সালে কৃষকদের জন্য কালা কানুন। মোদিজির উদ্দেশ্য পরিষ্কার।'
কয়েক দিন আগে একের পর এক সরকারি সম্পত্তির বেসরকারিকরণের প্রস্তাবে রাহুল গান্ধি তীব্র সমালোচনায় সরব হন মোদি সরকারের ৷ আরও ২৬টি কোম্পানি থেকে কেন্দ্রের নিজের অংশ বিক্রি করার সিদ্ধান্ত সামনে আসতেই সমালোচনায় সরব বিরোধীরা ৷ কংগ্রেস নেতা রাহুল গান্ধির অভিযোগ, দেশের যুবসমাজের কর্মসংস্থানের আশা শেষ করে দিচ্ছে এই সরকার ৷ একের পর এক সরকারি সম্পত্তির বেসরকারিকরণের সিদ্ধান্তে দেশের নয়, মোদিজির কাছের মানুষ, কিছু বিশেষ বন্ধুরই সুবিধে হচ্ছে বলে দাবি রাহুলের ৷
রাহুল ট্যুইটে লেখেন, ‘‘মোদি সরকারের একের পর এক অবিবেচক, অনাবশ্যক সিদ্ধান্তের ফল ভুগছে দেশ ৷ তার মধ্যে একটি সরকারি সম্পত্তির বেসরকারিকরণ ৷ দেশের যুবসমাজ চাকরি চাইছে, তখন তাদের কর্মসংস্থানের জমা পুঁজি শেষ করে একের পর এক PSUs-র থেকে নিজেদের অংশ বিক্রি করে দিচ্ছে মোদি সরকার৷ এত কে লাভবান হচ্ছে? শুধুমাত্র হাতে গোনা কয়েকটি লোক, যারা মোদিজির ‘খাস’ ৷ এই সিদ্ধান্তে লাভবান হচ্ছেন শুধুমাত্র মোদিজির কিছু ‘মিত্রোঁ’৷ ’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Rahul Gandhi