#নয়াদিল্লি: কৃষি ঋণ মুকুব এবং ফসলের ন্যায্য দামের দাবিতে গর্জে উঠল দিল্লির রাজপথ ৷ মূলত বামপন্থী দলগুলির ডাকে গোটা দেশ থেকে হাজার হাজার কৃষক রামলীলা ময়দানে এসে হাজির হন ৷ সকাল থেকেই মিছিলে গর্জে উঠল একটাই স্লোগান ! ‘অযোধ্যা চাই না, আমরা চাই ঋণ মুকুব’ ! বেলা গড়াতেই কৃষকদের মিছিলে এসে যোগ দেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি-সহ বিরোধী দলের নেতারা ৷
কৃষকদের প্রতিবাদের মিছিল থেকে কেন্দ্রকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন রাহুল গান্ধি ৷ বলেন, ‘বিনামূল্যে উপহার চাইছে না কৃষকেরা ৷ তাদের ন্যায্য অধিকার চাইছে ৷ দেশের হেভিওয়েট ১৫জন শিল্পপতির ৩.৫লক্ষ ঋণ চোকাচ্ছে কেন্দ্র ? তাহলে কোটি কোটি কৃষকদের ঋণ চোকাতে সমস্যা কোথায় ?’
একইসঙ্গে রাহুল বলেন, কোনও রাজনৈতিক দল কিংবা কোনও একজন ব্যক্তি দেশ চালায় না ৷ দেশের কৃষকেরা, যুবকেরা এবং শ্রমিকেরা এই দেশ চালান ৷ তাই তাদের সুবিধা-অসুবিধে প্রধান বিবেচ্য বিষয় হওয়া উচিত বলে দাবি করেন রাহুল ৷
কৃষকদের প্রতিবাদের মঞ্চে রাহুল ছাড়াও এদিন উপস্থিত ছিলেন শরদ যাদব, অরবিন্দ কেজরিওয়াল এবং সীতারাম ইয়েচুরি ৷
সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও কড়া ভাষায় নরেন্দ্র মোদিকে আক্রমণ করেন ৷ বলেন, ‘দেশের কৃষি সমস্যা নিয়ে কোনও হেলদোল নেই সরকারের ৷ শুধু প্রতি পাঁচ বছর অন্তর অন্তর রাম নাম করতেই ব্যস্ত থাকে বিজেপি এবং আরএসএস ৷ কিন্তু কৃষক সমস্যা দূর করতে আমরা আমাদের প্রতিবাদ জারি রাখব ৷’
এই মিছিলের মূল উদ্দেশ্য বা বলা যায় কৃষকদের মূল দাবিই হল কৃষিঋণ মুকুবু ৷ এই বিশাল মিছিলকে সমর্থন জানিয়েছে বাম সহ দেশের বেশ কয়েকটি কৃষক সংগঠন।