#আম্বালা: ৫টি রাফাল কে স্বাগত জানাল ২টি সুখোই৷ ভারতীয় আকাশসীমায় প্রবেশের পর থেকেই ফ্রান্স থেকে আসা পাঁচটি রাফাল জেটকে এসকর্ট করে নিয়ে এল দু'টি সুখোই এসইউ ৩০ এমকেআইএস যুদ্ধবিমান৷ মাঝ আকাশের সেই অসাধারণ দৃশ্যই প্রতিরক্ষামন্ত্রীর দফতর থেকে ট্যুইট করা হয়েছে৷
ফ্রান্স থেকে প্রায় ৭ হাজার কিলোমিটার পথ পেরিয়ে ভারতে পৌঁছেছে পাঁচটি রাফাল যুদ্ধবিমান৷ ভারতে আসার পথে মাঝ আকাশে তাদের জ্বালানি ভরার ছবিও মঙ্গলবার প্রকাশ করেছিল ভারতীয় বায়ুসেনা৷ এই রাফাল যুদ্ধবিমানগুলি হাতে পেলে ভারতীয় বায়ুসেনার শক্তি একধাক্কায় অনেকটাই বেড়ে যাবে৷ স্বভাবতই রাফাল নিয়ে আমজনতার মধ্যেও বিপুল কৌতূহল তৈরি হয়েছে৷
— रक्षा मंत्री कार्यालय/ RMO India (@DefenceMinIndia) July 29, 2020
হরিয়ানার আম্বালায় রাফালের একটি স্কোয়াড্রন রাখা থাকবে৷ দ্বিতীয় স্কোয়াড্রনটি থাকবে পশ্চিমবঙ্গের হাসিমারা বিমানঘাঁটিতে৷ ফ্রান্সের থেকে মোট ৩৬টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত৷ ২০১৬ সালে এই যুদ্ধবিমানগুলি কেনার জন্য ফ্রান্সের সঙ্গে চুক্তি করেছিল ভারত৷ গত দু' দশকেরও বেশি সময়ের মধ্যে ভারতীয় বায়ুসেনার জন্য যুদ্ধবিমান কেনার ক্ষেত্রে এটিই সবথেকে বড় চুক্তি ছিল৷
রাফাল যুদ্ধবিমানগুলি হাতে আসার পরই দ্রুত সেগুলিকে কাজে লাগাতে চায় বায়ুসেনা৷ বিশেষত, চিনের সঙ্গে চলতে থাকা সীমান্ত বিবাদের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে রাফাল৷