#নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ার ক্ষমতা যে কতটা তা আরও একবার প্রমাণ হয়ে গেলএই ঘটনায় । সোশ্যাল মিডিয়ার ছোট্ট একটা ভিডিও যে এ ভাবে ভাগ্য খুলে দিতে পারে বৃদ্ধ এক দম্পতির, তা চোখের সামনে না দেখলে সত্যিই বিশ্বাসকরা যায় না । যে দোকানে সারাদিন মাছি তাড়ানো ছাড়া কনও কাজই ছিল না বৃদ্ধ মালিকের, সেই দোকানের সামনেই এখন রাস্তা জুড়ে লাইন । ভিড় থিকথিক করছে । দূরদূরান্ত থেকে ‘বাবা কা ধাবা’য় মটর পনীর খেতে আসছেন মানুষজন ।
ঘটনার সূত্রপাত ছোট্ট একটি ভিডিও থেকে । দিন দুয়েক আগে একটি ছোট্ট ভিডিও পোস্ট হয় সোশ্যাল মিডিয়ায় । দক্ষিণ দিল্লির মালব্য নগরের হনুমান মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছে ছোট্ট একটি টিনের দোকান । এক বৃদ্ধ দম্পতি বাড়ি থেকে তৈরি করে আনা খাবার বিক্রি করেন সেখানে । কিন্তু প্যানডেমিকের জেরে তাঁদের ব্যবসায় চরম মন্দা চলছে । মন্দিরে তেমন আর আসেন না ভক্করা । ফলে তাঁদের তৈরি করা খাবার যেমন কে তেমন পরেই রয়েছে । কোনও বিক্রিবাটা নেই। ভিডিওটিতে ঝরঝর করে কেঁদে ফেলেন বৃদ্ধ । দেখান, তাঁর মটর পনীর একটুও বিক্রি হয়নি ।
This video completely broke my heart. Dilli waalon please please go eat at बाबा का ढाबा in Malviya Nagar if you get a chance #SupportLocal pic.twitter.com/5B6yEh3k2H
— Vasundhara Tankha Sharma (@VasundharaTankh) October 7, 2020
এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায় । ওই বৃদ্ধকে সাহায্য করতে নিজের উদ্যোগেই এগিয়ে আসেন নেটিজেনরা । পরের দিন সকাল থেকে ‘বাবা কা ধাবা’র সামনে বিরাট লাইন লেগে যায় । বৃদ্ধ জানান, একদিন তাঁর এত বিক্রি হয়েছে যে গত ৩০ বছরে বোধহয় এমনটা হয়নি কখনও ।
Hi could you please dm me details.
— Sonam K Ahuja (@sonamakapoor) October 7, 2020
Baba may not have to worry about customers now. His has become quite a landmark in Malviya Nagar. pic.twitter.com/gnJn4sXhiY
— Sanket Upadhyay (@sanket) October 8, 2020
.@RICHA_LAKHERA .@VasundharaTankh .@sohitmishra99 .@sakshijoshii .@RifatJawaid .@ShonakshiC .@TheDeshBhakt Visited "Baba Ka Dhaba" n hv done d needful to bring SMILE on their faces as promised. Will take care of them n I am starting a drive 2 take care of similarly placed people. pic.twitter.com/S9A94AmJxK
— Adv. Somnath Bharti (@attorneybharti) October 8, 2020
আজও ওই বৃদ্ধ দম্পতির চোখের কোণে জল চিকচিক করছে । শুধু বদলে গিয়েছে কান্নার কারণটা । খুশির কান্নায় ভিজছে তাঁদের চোখ । বারবার ধন্যবাদ জানাচ্ছেন সেই জনৈক ব্যক্তিকে, যাঁর একটি ভিডিও তাঁদের ভাগ্য বদলে দিল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: New Delhi, SocialMedia