• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • পড়তে চলেছে দলের অনেকগুলো উইকেট, ২০২১ দেখবে ধোনির নতুন চেন্নাই

পড়তে চলেছে দলের অনেকগুলো উইকেট, ২০২১ দেখবে ধোনির নতুন চেন্নাই

পড়তে চলেছে দলের অনেকগুলো উইকেট, ২০২১ দেখবে ধোনির নতুন চেন্নাইকে

পড়তে চলেছে দলের অনেকগুলো উইকেট, ২০২১ দেখবে ধোনির নতুন চেন্নাইকে

এবারের নিলামে দলবদল ও দলগঠনের খেলায় সবচেয়ে বড় চমক দিতে চলেছে চেন্নাই সুপার কিংস৷ তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন দল গতবার সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত আইপিএলে মুখ থুবড়ে পড়েছিল৷

 • Share this:

  #চেন্নাই: সব ঠিক থাকলে ১১ ফেব্রুয়ারি হতে চলেছে ২০২১ আইপিএলের নিলাম৷ তার আগেই আটটি ফ্র্যাঞ্চাইজিকে 'রিটেইনড' (যাঁদের রেখে দেওয়া হল) ও 'রিলিজড' (যাঁদের ছেড়ে দেওয়া হল) প্লেয়ারদের তালিকা জমা দিতে হবে৷

  দলবদল ও দলগঠনের খেলায় সবচেয়ে বড় চমক দিতে চলেছে চেন্নাই সুপার কিংস৷ তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন দল গতবার সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত আইপিএলে মুখ থুবড়ে পড়েছিল৷ ১৩ বছরে প্রথমবার সিএসকে পরের রাউন্ডের জন্য কোয়ালিফাই করতে পারেনি৷ লিগ টেবিলে সাত নম্বরে শেষ করেছিল এমএস ধোনির টিম৷

  ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াচ্ছে চেন্নাই৷ একেবার নতুন করে দল সাজাতে চলেছে ইয়েলো আর্মি৷ চেন্নাইয়ের ১৫ লক্ষ টাকার পার্স আছে৷ এই টাকা দিয়ে একটি প্লেয়ারকেও তারা দলে নিতে পারবে না৷ কারণ এবারে নিলামে ন্যূনতম বেস প্রাইজ হবে ২০ লক্ষ টাকা৷ ফলে চেন্নাইকে খেলোয়াড় ছাড়তেই হবে নতুনদের নেওয়ার জন্য৷ তারুণ্যের স্লোগানেই এগিয়ে যেতে চায় সিএসকে৷

  ইনসাইডস্পোর্ট-এর রিপোর্ট বলছে অন্তত ৬-৭ জনকে ছাঁটতে চলেছে চেন্নাই৷ আইপিএলে সবচেয়ে বয়স্ক টিম বলে চেন্নাইকে 'ড্যাডি'স আর্মি' বলেও সমালোচকরা কটাক্ষ করে৷ কিন্তু এবার চেন্নাই একদম নতুন খেলোয়াড়দের দলে নেওয়ার জন্যই ঝাঁপাবে৷

  যা খবর তাতে করে অবধারিত ভাবে বাদ পড়তে চলেছেন কেদার যাদব, পীযূষ চাওলা, হরভজন সিং, ইমরান তাহির, ডোয়েন ব্র্যাভো ও কর্ণ শর্মার মতো পরিচিত মুখ৷ তবে সুরেশ রায়নাকে নিয়ে দক্ষিণ ভারতের ফ্র্যাঞ্চাইজি কী করতে চলেছে তা এখনও পরিস্কার নয়৷

  কেদারের এই মুহূর্তে বেতন ৭ কোটি ৮০ লক্ষ টাকা, তাহির এসেছিলেন ২ কোটি টাকায়৷ গতবার নিলামে চাওলা ছিলেন ভারতীয়দের সবচেয়ে দামি৷ কেকেআর ছেড়ে ৬ কোটি ৭৫ লক্ষ টাকায় দলে যোগ দেন৷ কর্ণ ২০১৮ সালে ৫ কোটি টাকায় চেন্নাইতে যোগ দিয়েছিলেন৷

  বোঝাই যাচ্ছে এই সকল পুরনো প্লেয়ারকে ছেড়ে দিয়ে চেন্নাই পার্সে টাকার অঙ্ক অনেকটা বাড়িয়েই নতুন করে দল গুছিয়ে নিতে পারবে৷ সম্ভবত ধোনিকেও শেষবারের মতো আইপিএলে দেখা যাবে৷

  Published by:Subhapam Saha
  First published: