হোম /খবর /দেশ /
মোমো থেকে বিরিয়ানি...খাবারে মিশিয়ে ভ্যাকসিন পৌঁছনোর উপদেশ নেটিজেনদের

মোমো থেকে বিরিয়ানি, ম্যাগি থেকে চিক্কি...খাবারে মিশিয়ে দেশবাসীর কাছে দ্রুত ভ্যাকসিন পৌঁছনোর উপদেশ নেটিজেনদের!

ভ্যাকসিন কী ভাবে সকলে সহজেই পেতে পারে, তার একটা করে উপায় বাতলেছেন দিয়েছেন নেটিজেনদের একাংশ

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: দেশে করোনা সংক্রমণ শুরুর এক বছর হতে যায়। আগামীকাল থেকে দেশবাসীকে করোনা টিকা দেওয়া শুরু হবে। জানা যাচ্ছে, প্রথম পর্যায়ে ৩০ কোটি দেশবাসীর টিকাকরণের কাজ সম্পন্ন হবে। এক্ষেত্রে প্রথম সারিতে দাঁড়িয়ে করোনা পরিস্থিতির মোকাবিলায় যাঁরা লড়ছেন, তাঁদের ও ৫০ বছর বয়সি মানুষজন যাঁদের কোমর্বিডিটি আছে, তাঁদের ভ্যাকসিন দেওয়া হবে।

কী ভাবে ভ্যাকসিন দেওয়া হবে, কতজন এই ভ্যাকসিন নেবেন ও কোন কোন রাজ্যে ভ্যাকসিন কতটা পৌঁছচ্ছে তা না জানা গেলেও ভ্যাকসিন কী ভাবে সকলে সহজেই পেতে পারে, তার একটা করে উপায় বাতলেছেন নেটিজেনদের একাংশ।

এই ইমিউনাইজেশন পদ্ধতি নিয়ে সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ট্রেন্ড, যার নাম দেওয়া হয়েছে পুট দ্য ভ্যাকসিন ইনটু। অর্থাৎ এর মধ্যে ভ্যাকসিন দিন। যাতে উঠে এসেছে একাধিক খাবারের নাম। একাধিক এলাকার একাধিক খাবারের কথা উল্লেখ করে সকলে এই ট্রেন্ডে সামিল হয়েছেন।

কারও কথায় উঠে এসেছে বিরিয়ানির কথা, কারও কথায় লিট্টি চোখার কথা, আবার কারও কথায় চিক্কির কথা। তালিকায় রয়েছে পোহা থেকে রাজমা চাওয়াল সবই।

নেটিজেনদের একাংশ লিখেছেন, বিরিয়ানিতে ভ্যাকসিন দিয়ে দিন, গোটা হায়দরাবাদরর সকলের কাছে ভ্যাকসিন পৌঁছে যাবে । একজন লিখেছেন, পোহায় ভ্যাকসিন মিশিয়ে দিন, কোনও কষ্ট করতে হবে না, গোটা নাগপুরের মানুষের কাছে ভ্যাকসিন পৌঁছে যাবে।

https://twitter.com/uwuxeshaan/status/1349594900950523904

একজন আবার লিখেছেন, মোমোতে মিশিয়ে দিন ভ্যাকসিন। দিল্লির সকলের কাছে ভ্যাকসিন পৌঁছে যাবে।

https://twitter.com/uwuxeshaan/status/1349594900950523904

এই ট্রেন্ডের মাধ্যমেই দেশের বিভিন্ন এলাকায় খাবারের সংস্কৃতি সম্পর্কে জানা যায়। ট্রেন্ডে সামিল হয়েছেন গোটা দেশের মানুষ। একজন লিখেছেন, রাজমা-চাওয়ালে ভ্যাকসিনের ডোজ মিশিয়ে দিন, উত্তর ভারতে সকলের কাছে ভ্যাকসিন পৌঁছে যাবে।

https://twitter.com/oggyyyy_17/status/1349419889891581952

একজন আবার একটু হাসির ছলেই বলেছেন, আত্মীয়দের নাকে ভ্যাকসিন দিয়ে দিন, সবার কাজে নাক গলাতে গলাতে ভ্যাকসিন দেওয়া হয়ে যাবে।

https://twitter.com/wtfneel/status/1349383205401489408

মুম্ব নিবাসী একজনের কথায় আবার পাও-তে ভ্যাকসিন মিশিয়ে দিন, মুম্বইয়ের সকলের কাছে ভ্যাকসিন পৌঁছে যাবে দুপুরের আগেই।

https://twitter.com/n_i_g_a_m/status/1348987668344934402

একজন লিখেছেন, লিট্টি চোখায় ভ্যাকসিন দিলে বিহারের সকলের কাছে ভ্যাকসিন পৌঁছে যাবে। একজন আবার বলেছেন, গুজরাতিদের ভ্যাকসিন দিতে উন্ধিউ বা চিক্কিতে ডোজ মিশিয়ে দিন। উঠে এসেছে কর্নাটকের মাইসোর পাকের কথাও।

https://twitter.com/abtweet19/status/1349369617119027201https://twitter.com/Bhaadmejaiye/status/1349593583959986182https://twitter.com/__nationalist_/status/1349595208418095108https://twitter.com/NrJ_6up74/status/1349029601230475265https://twitter.com/iampuneet_9/status/1349382304934678530https://twitter.com/iamnowayfunnyy/status/1349025146816786433

জানুয়ারি ২ থেকে ৮ তারিখ, প্রত্যেকটি রাজ্যে ড্রাই রান হ। যাতে মক ভ্যাকসিন, টেস্টিং এই সব কিছুই হয় এবং পাশাপাশি রাজ্যের প্রস্তুতিও খতিয়ে দেখে নেওয়া হয়।

Published by:Rukmini Mazumder
First published: